এমসি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান। ছবি: সংগৃহীত
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান। ছবি: সংগৃহীত

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারি চাঁদ (এমসি) কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রোববার সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সালেহ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-১৯’র আহ্বায়ক পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবু আনাম মো. রিয়াজ।

লুৎফুর রহমান বলেন, আমাদের সিলেট অঞ্চলের ঐতিহ্যের স্মারক এই এমসি কলেজ। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশ-বিদেশে কাজ করে সুনাম বয়ে আনছে। সারা বাংলাদেশের মধ্যে এই কলেজটি অন্যতম বলে মন্তব্য করেন তিনি। শিক্ষার্থীদের পড়াশোনা বাইরে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ব্যাপারে আরও বেগবান হওয়ার পরামর্শও দেন তিনি।

সমাপনী বক্তব্যে কলেজ অধ্যক্ষ মো. সালেহ আহমদ বলেন, বাংলাদেশ এখন খেলাধুলায় অনেক দূর এগিয়ে গেছে, আমাদের দেশের জাতীয় দলের খেলোয়াড়র অনেক সুনাম বয়ে নিয়ে আসছে। আমার কলেজের ছেলেমেয়েরা একসময় জাতীয় পর্যায়ের খেলোয়াড় হবে বলে আমি বিশ্বাস করি। যারা বিগত এক সপ্তাহ ধরে কাজ করে গেছেন অনুষ্ঠানটি সফল করতে তাঁদের প্রতি কৃতজ্ঞতা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সপ্তাহব্যাপী চলা ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী খেলোয়াড়দের হাতে উপহার ও সনদ তুলে দেন অতিথিরা। মোট ২৯টি ইভেন্টে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।

বিএনসিসি প্লাটুন এমসি কলেজ শাখা ও রোভার স্কাউট এমসি কলেজ ইউনিটের সার্বিক সহায়তায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক পান্না রানী রায়, শিক্ষক পরিষদের সম্পাদক পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী ছাড়াও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।