কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর দাবিতে মানববন্ধন

ব্রহ্মপুত্র নদের ওপর সেতু ও রেলপথ নির্মাণের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন হয়েছে। ছবি: সংগৃহীত
ব্রহ্মপুত্র নদের ওপর সেতু ও রেলপথ নির্মাণের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন হয়েছে। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম জেলার মূল ভূখণ্ড থেকে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন রৌমারী ও রাজীবপুর উপজেলা। এই উপজেলার লোকজনের জেলা শহরে সড়কপথে যোগাযোগের জন্য ব্রহ্মপুত্র নদের ওপর সেতু ও রেলপথ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে।

আজ বৃহস্পতিবার রৌমারী-রাজীবপুর ডিসি সড়কের রাজীবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এবং রৌমারী উপজেলা পরিষদের সামনে পৃথকভাবে মানববন্ধন করা হয়েছে।

দ্বিতীয় বঙ্গবন্ধু সেতু বাস্তবায়ন পরিষদ রাজীবপুর উপজেলা শাখার উদ্যোগে শিবেরডাঙ্গী বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দ্বিতীয় বঙ্গবন্ধু সেতু বাস্তবায়ন পরিষদ রাজীবপুর উপজেলা শাখার উদ্যোগে কুড়িগ্রামের শিবেরডাঙ্গী বাজারে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। ছবি: সংগৃহীত
দ্বিতীয় বঙ্গবন্ধু সেতু বাস্তবায়ন পরিষদ রাজীবপুর উপজেলা শাখার উদ্যোগে কুড়িগ্রামের শিবেরডাঙ্গী বাজারে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। ছবি: সংগৃহীত

মানববন্ধন শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন দ্বিতীয় বঙ্গবন্ধু সেতুর বাস্তবায়ন পরিষদ কুড়িগ্রাম জেলা সভাপতি মুক্তিযোদ্ধা এস এম হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক স্বপন কুমার, রাজীবপুর উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা আবদুস সবুর ফারুকী ও রৌমারী উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, জেলা পরিষদের সদস্য রাজিয়া সুলতানা, আহসানুল হক প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, অনুন্নত কুড়িগ্রাম জেলাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে যোগাযোগব্যবস্থার প্রতি সবার আগে গুরুত্ব দিতে হবে। ব্রহ্মপুত্র নদের ওপর একটি সেতু নির্মাণ ও ব্রডগেজ রেললাইন স্থাপন করলে স্বল্প সময়ে জামালপুর হয়ে এ পথে রাজধানী ঢাকায় যাতায়াত করা যাবে। এতে পণ্য পরিবহনে আর্থিকভাবে সাশ্রয়ী এবং ঢাকার সঙ্গে যোগাযোগব্যবস্থাও সহজ হবে। বাঁচবে মূল্যবান সময়। জনগণের এ দাবির প্রতি একাত্ম জানিয়ে দ্রুত এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয় মানববন্ধন সমাবেশ থেকে।