বাংলাদেশ-তুরস্ক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন কাল

বাংলাদেশ-তুরস্ক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শুভ উদ্বোধন কাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ-তুরস্ক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শুভ উদ্বোধন কাল। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় আগামীকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ-তুরস্ক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শুভ উদ্বোধন হতে যাচ্ছে।

এ উপলক্ষে বড়খাতা কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ, সাংসদ মোতাহার হোসেন, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতসহ স্থানীয় লোকজন।

অনুষ্ঠানের সমন্বয়ক আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কম্পিউটার প্রকৌশলী ইফতেখার হোসেন বলেন, এটি একটি কারিগরি প্রতিষ্ঠান। এখানে সমাজের শিক্ষিত ও স্বল্প শিক্ষিত নারী-পুরুষদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখান থেকে প্রশিক্ষণ পেয়ে তাঁরা যেন স্বাবলম্বী হন, সে চেষ্টা করা হচ্ছে। এটি উদ্বোধনের পর পুরোদমে কার্যক্রম চালু হবে।