কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের স্পোর্টস উইক শেষ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের আইন ও বিচার বিভাগের স্পোর্টস উইকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে। ছবি: লেখক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের আইন ও বিচার বিভাগের স্পোর্টস উইকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে। ছবি: লেখক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের আইন ও বিচার বিভাগের সপ্তাহব্যাপী স্পোর্টস উইক উদ্‌যাপিত হয়েছে। গত বৃহস্পতিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

গত ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান মুক্তমঞ্চ’–সংলগ্ন খেলার মাঠে পায়রা উড়িয়ে স্পোর্টস উইকের উদ্বোধন ঘোষণা করেন আইন ও বিচার বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ইরফান আজিজ। এ সময় উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রভাষক আসাদুজ্জামান নিউটন ও বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর মাসুদ রানা।

ইরফান আজিজ বলেন, এ আয়োজন মূলত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যম হিসেবে কাজ করে, যাতে বিভাগের সব সিনিয়র-জুনিয়রের সম্পর্ক আরও দৃঢ় হয় এ লক্ষ্যেই এ আয়োজন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সব ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কৃত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীর, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক ইরফান আজিজ ও প্রভাষক আসাদুজ্জামান নিউটন। ছবি: সংগৃহীত
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সব ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কৃত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীর, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক ইরফান আজিজ ও প্রভাষক আসাদুজ্জামান নিউটন। ছবি: সংগৃহীত

এবার তৃতীয়বারের মতো আয়োজিত হলো স্পোর্টস উইক। আইন বিভাগের সব ব্যাচ অংশগ্রহণ করে এ আয়োজনে। ব্যতিক্রমী এ স্পোর্টস উইকে দলীয় খেলা হিসেবে ছিল ক্রিকেট, ফুটবল, ভলিবল ও কাবাডি। আর একক খেলা হিসেবে (ছেলেদের) ব্যাডমিন্টন, দৌড় প্রতিযোগিতা, ক্যারম, দাবা, দীর্ঘ লাফ, মোরগ লড়াই ও স্মৃতিশক্তি পরীক্ষা। মেয়েদের একক খেলা হিসেবে ছিল মিউজিক্যাল চেয়ার, মার্বেল–চামচ দৌড়, বল নিক্ষেপ ও স্মৃতিশক্তি পরীক্ষা।

আইন ও বিচার বিভাগের তৃতীয়বারের মতো আয়োজিত স্পোর্টস উইকে বিভাগের সব (৫টি) ব্যাচ অংশগ্রহণ করে। ক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন, দৌড় প্রতিযোগিতা, ক্যারম, দাবা, দীর্ঘ লাফ, মোরগ লড়াই, স্মৃতিশক্তি পরীক্ষা, মিউজিক্যাল চেয়ার, মার্বেল–চামচ দৌড়, বল নিক্ষেপে চ্যাম্পিয়ন ও রানারআপরা। ছবি: লেখক
আইন ও বিচার বিভাগের তৃতীয়বারের মতো আয়োজিত স্পোর্টস উইকে বিভাগের সব (৫টি) ব্যাচ অংশগ্রহণ করে। ক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন, দৌড় প্রতিযোগিতা, ক্যারম, দাবা, দীর্ঘ লাফ, মোরগ লড়াই, স্মৃতিশক্তি পরীক্ষা, মিউজিক্যাল চেয়ার, মার্বেল–চামচ দৌড়, বল নিক্ষেপে চ্যাম্পিয়ন ও রানারআপরা। ছবি: লেখক

দলীয় খেলাগুলোর মধ্যে ভলিবলে দ্বিতীয় ব্যাচ, ছেলেদের ক্রিকেটে প্রথম ব্যাচ, মেয়েদের ক্রিকেটে চতুর্থ ব্যাচ, কাবাডিতে প্রথম ব্যাচ ও ফুটবলে চতুর্থ ব্যাচ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

গত ২৭ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে সব ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কৃত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীর, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক ইরফান আজিজ ও প্রভাষক আসাদুজ্জামান নিউটন।


আহসান হাবীব :  আইন ও বিচার বিভাগ, তৃতীয় বর্ষ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়