বান্দরবানে ব্যতিক্রমী আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নারী দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্বালন শেষে নারীর প্রতি অবমাননা ও নির্যাতনের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করা হচ্ছে। ছবি: লেখক
নারী দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্বালন শেষে নারীর প্রতি অবমাননা ও নির্যাতনের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করা হচ্ছে। ছবি: লেখক

বান্দরবানে ব্যতিক্রমী বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা অনন্যা কল্যাণ সংগঠন (একেএস)। ‘নারীর সমঅধিকার বাস্তবায়নে আমি সমতার প্রজন্ম’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ মার্চ বিকেল বান্দরবান সদরের কেএস প্রু মার্কেটের তৃতীয় তলায় বসেছিল এ ব্যতিক্রমী আয়োজন।

এ আয়োজনের মধ্যে কোনো বিশেষ আনুষ্ঠানিকতা না থাকলেও প্রতিটি আয়োজনই ছিল উপভোগ্য। অতিথিদের আসার সঙ্গে সঙ্গে অনন্যার কর্মীরা অতিথিদের হাতে নীল–বেগুনি রঙের রিবন পরিয়ে দেন।

পরিচয় পর্বে পরিচিত হওয়ার ক্ষেত্রে পূর্বনির্দেশনা অনুযায়ী সবাই নিজেকে যা মনে করেন, যে গুণটি তিনি নিজের মধ্যে লালন করেন, সবাই সেই পরিচয়ে পরিচিত হন। এখানে শিক্ষাগত বা পেশাগত পরিচয় মুখ্য হয়নি। পরিচয়ের মধ্যে ছিল উন্নয়নকর্মী, লেখক, প্রেমিক, আদর্শ মা, মানবিক মানুষ, বাবা, সমাজসেবক, প্রকৃতিপ্রেমী, প্রেমিকা প্রমুখ।

বান্দরবানে ব্যতিক্রমী বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা অনন্যা কল্যাণ সংগঠন (একেএস)। ছবি: সংগৃহীত
বান্দরবানে ব্যতিক্রমী বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা অনন্যা কল্যাণ সংগঠন (একেএস)। ছবি: সংগৃহীত

আলোচনা পর্বে অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ও মানবাধিকারকর্মী ডনাই প্রু নেলী বলেন, ‘আজকের আলোচনায় কোনো আনুষ্ঠানিকতা নেই। আজ উপস্থিত সবাই নারী জীবনের কষ্ট ও বাস্তবতাগুলো নিয়ে নিজে নিজের অভিব্যক্তি প্রকাশ করবেন। এখানে কোনো বাধা–নিষেধ নেই। নিজেদের জীবনে প্রত্যক্ষ করা জীবনের বাধাগুলো আমরা সবাই জানতে চাই। অনুপ্রাণিত হতে চায়।’ সবাই নিজ উদ্যোগে নারী দিবসের প্রেক্ষাপটে সমাজে বিদ্যমান নারীর প্রতি সহিংসতা ও সামাজিক জীবনে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর প্রতি দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্বারোপ করে সবাই বলেন, ‘আজ এই দিবসের তাৎপর্যকে সবার মধ্যে ছড়িয়ে দিতে সবাই মিলে আমরা আরও ঐক্যবদ্ধ হব, নারীর প্রতি যেকোনো সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

বান্দরবানে নারী দিবসের অনুষ্ঠানে ‘ইকুয়াল ওয়ার্ল্ড’-এর সমর্থনে ‘ইচ ফর ইকুয়াল’ হ্যাশট্যাগের প্রতি নিজেদের অবস্থান ব্যক্ত করেন। ছবি: সংগৃহীত
বান্দরবানে নারী দিবসের অনুষ্ঠানে ‘ইকুয়াল ওয়ার্ল্ড’-এর সমর্থনে ‘ইচ ফর ইকুয়াল’ হ্যাশট্যাগের প্রতি নিজেদের অবস্থান ব্যক্ত করেন। ছবি: সংগৃহীত

আলোচনা পর্ব শেষে নারী দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্বালন করা হয় এবং সবাই নারীর প্রতি অবমাননা ও নির্যাতনের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করেন। শপথবাক্য পাঠ করান ডনাই প্রু নেলী। শপথবাক্য পাঠ শেষে কেক কাটা হয়। কেক কেটে সবার মধ্যে বিতরণ করা হয়।

সবশেষে সমতার বাণী ছড়িয়ে দিতে উপস্থিত সবাই প্রজ্বলিত প্রদীপের শিখার ওপরে হাত রেখে নিজেদের একতাবদ্ধ থাকার প্রত্যয় ও ‘ইকুয়াল ওয়ার্ল্ড’-এর সমর্থনে ‘ইচ ফর ইকুয়াল’ হ্যাশট্যাগের প্রতি নিজেদের অবস্থান ব্যক্ত করেন।

সবশেষে ডনাই প্রু নেলী আয়োজনে সবার সক্রিয় অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা এবং আগামী দিনে নারীর অধিকার আদায়ে ও সামাজিক আন্দোলনে সবাইকে সক্রিয় থাকার আন্তরিক আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।