মুজিব বর্ষে শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংকের ব্যতিক্রমী উদ্যোগ

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ একটু ভিন্নভাবেই উদযাপন করলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংকের সদস্যরা। ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ একটু ভিন্নভাবেই উদযাপন করলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংকের সদস্যরা। ছবি: সংগৃহীত

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের প্রথম দিন একটু ভিন্নভাবেই উদযাপন করলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংকের সদস্যরা।

শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক রক্তদানের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে তৃষ্ণার্ত মানুষকে পানি পান করানো, শীতার্ত মানুষকে শীতের পোশাক বিতরণ, অসহায় দুস্থ মানুষকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা, হাসপাতালে নিয়ে যাওয়াসহ কল্যাণকর নানা কাজ করে থাকে।

বঙ্গবন্ধুর শততম জন্মদিনে তাদের কাজের ধারাবাহিকতা প্রকাশ করল একটু ব্যতিক্রমভাবে। করোনাভাইরাসের কারণে বঙ্গবন্ধুর শততম জন্মদিনের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। বেশ কয়েক দিন ধরে পত্রপত্রিকায় দেখা যায় ১০ থেকে ২০ টাকার মাস্ক বিক্রি হচ্ছে চার–পাঁচ গুণ বেশি দামে। মাস্কের দাম নিয়ন্ত্রণ করতে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন ফার্মেসিকে জরিমানা করতে দেখা গেছে। করোনাভাইরাস নিয়ে বিশ্ববাসী যখন আতঙ্কিত, তখন শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংকের সদস্যরা করোনাভাইরাস সম্পর্কে লিফলেট দিয়ে মানুষকে সচেতন করছেন। শুধু সচেতনই নয়, পাশাপাশি ফ্রি মাস্ক বিতরণ করছেন।

শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংকের সদস্যরা নিরলসভাবে এলাকার মানুষের বিপদে–আপদে পাশে দাঁড়াচ্ছেন। এ রকম মহৎ কাজ দেশের প্রতিটি এলাকায় আরও বিস্তার লাভ করুক—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে এটাই তাঁদের প্রত্যাশা।