ফরিদপুরের সদরপুরে করোনা সচেতনতায় সেপটোস ফোরের অনন্য উদ্যোগ

ফরিদপুরের সদরপুর উপজেলায় খাদ্যসহায়তা ও করোনাভাইরাস প্রতিরোধে গণসচেতনতা কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সেপটোস ফোর। ছবি: বিজ্ঞপ্তি
ফরিদপুরের সদরপুর উপজেলায় খাদ্যসহায়তা ও করোনাভাইরাস প্রতিরোধে গণসচেতনতা কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সেপটোস ফোর। ছবি: বিজ্ঞপ্তি

ফরিদপুরের সদরপুর উপজেলার নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসহায়তা ও করোনাভাইরাস প্রতিরোধে গণসচেতনতা কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সেপটোস ফোর (Septos4)। সেপটোস ফোরের এ উদ্যোগে সহযোগিতা করছে সদরপুর উপজেলা প্রশাসন।

গত রোববার ও সোমবার উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে নিম্ন আয়ের দোকানিদের মধ্যে সাহায্য বিতরণ এবং তাদের মধ্যে করোনা ভাইরাস বিষয়ে গণসচেতনা সৃষ্টি বিষয়ে অবহিত করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার।

পূরবী গোলদার বলেন, ‘করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বাজার থেকে মাস্ক উধাও হয়ে যায়। যে কয়টা ছিল, সেগুলোও পাঁচ গুণ দামে বিক্রি হচ্ছিল। তখন আমরা নিজেদের ব্যবহারের জন্য প্রথম মাস্ক তৈরি করতে চাই। আমাদের এই ভাবনাকে আরও একটু ছড়িয়ে দিতে চেয়েছি সব জনগণের মধ্যে। মাস্কের সঙ্গে করোনা প্রতিরোধে করণীয়-বর্জনীয় লিফলেটও বিতরণ করছি। সদরপুরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন সেপটোস ফোর আমাদের সঙ্গে থেকে কাজ করছে।’

করোনাভাইরাসের প্রভাবে নিম্ন আয়ের দোকানিদের ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও একটি সাবান দেওয়া হয়। ছবি: বিজ্ঞপ্তি
করোনাভাইরাসের প্রভাবে নিম্ন আয়ের দোকানিদের ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও একটি সাবান দেওয়া হয়। ছবি: বিজ্ঞপ্তি

করোনাভাইরাসের দুর্যোগকালে বাজারে ক্রেতাশূন্য থাকায় নিম্ন আয়ের দোকানিরা অসহায় হয়ে পড়েছেন। হতদরিদ্র এসব মানুষের কথা বিবেচনা করে তাঁদের মাঝে সদরপুরের অফিসার্স ক্লাবের সহায়তায় ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও একটি সাবান দেওয়া হয়। শুরুতে ৫০ দোকানদারের মাঝে সাহায্য দেওয়া হয়েছে।

এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেপটোস ফোরের সভাপতি হাওলাদার শামিম আহমেদ। তিনি বলেন, ‘গ্রামের সাধারণ মানুষ এখনো করোনাভাইরাসটিকে খুব বেশি পাত্তা দিচ্ছেন না। তাঁরা বাজারে, চায়ের দোকানে ভিড় করেই যাচ্ছেন। আমরা দিনের বিভিন্ন সময়ে বাজারে, টং দোকানে গিয়ে হ্যান্ড মাইক নিয়ে সবাইকে বাড়িতে অবস্থান করার এবং হাত ধুয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য বলে যাচ্ছি। এভাবে সবাই মিলে সচেতনতায়, সতর্কতায় থেকে করোনাভাইরাসকে মোকাবিলা করব।’

শুরুতে ৫০ দোকানদারের মধ্যে সাহায্য দেওয়া হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি
শুরুতে ৫০ দোকানদারের মধ্যে সাহায্য দেওয়া হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

সদরপুর উপজেলা দরবার হলের সামনে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত মাস্ক বিক্রি করা হচ্ছে।

সেপটোস ফোরের সাধারণ সম্পাদক তানভীর তুহিন বলেন, ‘আমাদের তৈরি মাস্ক আমরা উৎপাদন খরচ ২০ টাকা মূল্যে বিক্রি করছি। আমরা চাইলে এটা ফ্রিতেও দিতে পারতাম কিন্তু এই মাস্ক বিক্রির পেছনে আমাদের উদ্দেশ্য ছিল অসাধু ব্যবসায়ীদের লজ্জা দেওয়া।’

ফরিদপুরের সদরপুরে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসহায়তা ও করোনাভাইরাস প্রতিরোধে গণসচেতনতা কার্যক্রম শুরু করেছে সেপটোস ফোর। সেপটোস ফোরের এ উদ্যোগে সহযোগিতা করছে সদরপুর উপজেলা প্রশাসন। ছবি: বিজ্ঞপ্তি
ফরিদপুরের সদরপুরে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসহায়তা ও করোনাভাইরাস প্রতিরোধে গণসচেতনতা কার্যক্রম শুরু করেছে সেপটোস ফোর। সেপটোস ফোরের এ উদ্যোগে সহযোগিতা করছে সদরপুর উপজেলা প্রশাসন। ছবি: বিজ্ঞপ্তি

অফিসার্স ক্লাব সদরপুরের আর্থিক সহযোগিতা এবং মাস্ক বিক্রির টাকা দিয়ে গরিব ও অসহায় দোকানিদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আরিফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি