দিনাজপুরে এসএসসি-১৫ ব্যাচের সহায়তা পেল ১০০ পরিবার

দিনাজপুরের কাহারোলে ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ছবি: লেখক
দিনাজপুরের কাহারোলে ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ছবি: লেখক

বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ায় দিনাজপুরের কাহারোলে কর্মহীন অসহায় ১০০ পরিবারের মাঝে এসএসসি-১৫ ব্যাচের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এসএসসি-১৫, ১৬ ও ১৯ ব্যাচের শিক্ষার্থীরা।

গতকাল শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার কদমতলী বাজারে সামাজিক দূরত্ব মেনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্য ছিল চাল, ডাল, লবণ, তেল, আলু ও সাবান।

খাদ্য সামগ্রী বিতরণের সমন্বয়ক হৃদয় ইসলাম বলেন, আমাদের যতটুকু সাধ্য আছে তা নিয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যার ফলশ্রুতিতে নিরুপায় মানুষের মাঝে অল্প করে হলেও উপহার দেওয়ার চেষ্টা করছি।
এ সময় সমন্বয়কের দায়িত্বে থাকা বিশাল হোসেন, মুনির হোসাইন, নয়ন দেব, ওয়ারেছ আলী ও দিপস রায় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এসএসসি-১৫, ১৬ ও ১৯ ব্যাচের শিক্ষার্থীদের ধন্যনাদ জানান।

*লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়