লালমনিরহাটে দুস্থ ও অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ

ওল্ড রাজশাহী ক্যাডেটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে করোনাভাইরাসের প্রভাবে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধার ২৫০ কর্মহীন ও হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ছবি: ওরকা
ওল্ড রাজশাহী ক্যাডেটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে করোনাভাইরাসের প্রভাবে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধার ২৫০ কর্মহীন ও হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ছবি: ওরকা

রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের নিয়ে গঠিত ওল্ড রাজশাহী ক্যাডেটস অ্যাসোসিয়েশনের (অরকা) উদ্যোগে করোনাভাইরাসের প্রভাবে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় ২৫০ কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত এই দুই উপজেলায় ৪৫০ কর্মহীন ও হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে অরকা।

আজ বৃহস্পতিবার ওই দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়া দুস্থ অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিয়েছেন স্বেচ্ছাসেবক সদস্যরা। এ সময় প্রত্যেককে চাল, সেমাই, দুধ, চিনিও তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হয়।
রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট এবং আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কম্পিউটার প্রকৌশলী ইফতেখার হোসেন মাসুদ বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গ্রামের খেটে খাওয়া অসহায় ও দুস্থ মানুষগুলো বিপাকে পড়েছে। তাই দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই এসব মানুষের কয়েক দিনের খাদ্যের ব্যবস্থা করেছে প্রাক্তন ক্যাডেটরা। সব প্রাকৃতিক দুর্যোগেই অসহায় দেশবাসীর পাশে দাঁড়ায় আমাদের প্রাণের সংগঠন অরকা। সারা দেশে অরকার পক্ষ থেকে ১ হাজার ৪০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।