শুরু হলো 'ভালোবাসার আম উৎসব'

ঢাকার দরিদ্র মানুষের মধ্যে আম বিতরণের উদ্যোগ নিয়েছে ইকোহাট নামের একটি প্রতিষ্ঠান। ছবি: সংগৃহীত
ঢাকার দরিদ্র মানুষের মধ্যে আম বিতরণের উদ্যোগ নিয়েছে ইকোহাট নামের একটি প্রতিষ্ঠান। ছবি: সংগৃহীত

ই-কমার্স উদ্যোগ ইকোহাটের উদ্যোগে গতকাল বুধবার শুরু হয়েছে ‘ভালোবাসার আম উৎসব’ কর্মসূচি। চলবে পুরো আমের মৌসুম।

ইকোহাটের অন্যতম উদ্যোক্তা ও পরিচালক রকিবুল হোসেন বলেন, ‌‘আমরা এই বছর থেকে সব মানুষের সঙ্গে ভাগাভাগি করে দেশীয় ফল আম খাব। এ লক্ষ্যে এই মৌসুমে ২০০ কেজি আম হতদরিদ্র ও ফুটপাতে থাকা মানুষের মধ্যে বিলি করা হবে। পরিমাণে এটি খুবই কম। তবে আমরা চাই, আপনারাও দরিদ্র মানুষের সঙ্গে আম ভাগাভাগি করে নেন। আর এভাবেই এটা ধীরে ধীরে উৎসবে পরিণত হবে।’

আগামী বছর ইকোহাটের এক হাজার কেজি আম বিতরণের লক্ষ্যমাত্রা আছে বলে রকিবুল হোসেন জানান।