ঢাবির শতবর্ষে অনলাইন ফটোগ্রাফি কম্পিটিশন

ফাইল ছবি
ফাইল ছবি

শতবর্ষে পা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই উপলক্ষে ঢাবির অন্যতম বড় ফ্যানবেইজ ফেসবুক পেজ দ্যা বিউটি অফ ডিইউ ক্যাম্পাস (The Beauty of DU Campus) আয়োজন করেছে অনলাইন ফটোগ্রাফি কম্পিটিশন। অনলাইনে এই আয়োজনের শিরোনাম, ‘DU Through Your Lens : Online Photo Carnival 2020’।

পেজটি পরিচালিত হয়ে থাকে ঢাবির কিছু সাবেক ও বর্তমান অধ্যায়নরত শিক্ষার্থী দ্বারা। ছবির সাবমিশনের বিষয়: তোমার চোখে ঢাবি (DU Through Your Lens) স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যেকোনো শিক্ষার্থীরা ছবি পাঠাতে পারবেন। বর্তমানে পেজটির ফলোয়ার সাড়ে ৪ লাখেরও বেশি।

'The Beauty of DU campus' এর ইন্টার্নাল টিম ২০ টি ছবি শর্টলিস্ট করে পেজে প্রকাশ করবে। এই ২০ টি ছবি দিয়ে তৈরী হবে, ‘DU Through Your Lens’ শীর্ষক ভিডিও। ভিডিওতে সেরা ২০ জন ফটোগ্রাফারের নাম এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও থাকবে।

সেরা ২০ টি ছবি থেকে অডিয়েন্সের ‘লাইক এবং কমেন্ট’ বিবেচনায় ‘সেরা ৩ জন ফটোগ্রাফার'কে 'The Beauty Of DU Campus' পেজে ফিচার করা হবে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছবি সাবমিশনের শেষ দিন ১৫ জুলাই, ২০২০।