নাগরিক ছবি (১০ জুলাই, ২০২০)

১ / ১২
রাতে বাবা-ছেলে মিলে নদীর চরে বসে চিংড়ির পোনা খুঁজে চলেছেন। এটিই এখন তাঁদের পরিবারের আয়ের একমাত্র উৎস। খোলপেটুয়া নদীর চর, সাতক্ষীরা, ৯ জুলাই। ছবি: রিফাত নূর রাব্বি
রাতে বাবা-ছেলে মিলে নদীর চরে বসে চিংড়ির পোনা খুঁজে চলেছেন। এটিই এখন তাঁদের পরিবারের আয়ের একমাত্র উৎস। খোলপেটুয়া নদীর চর, সাতক্ষীরা, ৯ জুলাই। ছবি: রিফাত নূর রাব্বি
২ / ১২
পাটের আঁশ ছাড়ানোর পর পাটকাঠি রাখা হয়েছে শুকানোর জন্য। বিশ্বাসডাঙ্গী, ফরিদপুর সদর, ফরিদপুর, ১০ জুলাই। রাকিবুল ইসলাম, বোয়ালমারী।
পাটের আঁশ ছাড়ানোর পর পাটকাঠি রাখা হয়েছে শুকানোর জন্য। বিশ্বাসডাঙ্গী, ফরিদপুর সদর, ফরিদপুর, ১০ জুলাই। রাকিবুল ইসলাম, বোয়ালমারী।
৩ / ১২
আমি প্রকৃতিরঞ্জনা সবুজের মধ্যে ফুটে আছি, শিশিরের বৃষ্টিতে কোমল লাগে, নিশিতে আমি চাঁদের কন্যা। উত্তরা, ঢাকা, ১০ জুলাই। ছবি: মুনিয়া জামান
আমি প্রকৃতিরঞ্জনা সবুজের মধ্যে ফুটে আছি, শিশিরের বৃষ্টিতে কোমল লাগে, নিশিতে আমি চাঁদের কন্যা। উত্তরা, ঢাকা, ১০ জুলাই। ছবি: মুনিয়া জামান
৪ / ১২
করোনার মহামারির কারণে চাঁদপুরের প্রধান পর্যটন এলাকা বড় স্টেশনের ইলিশ চত্বরে এখন আর আগের মতো ভিড় জমে না। ইলিশের শহর চাঁদপুরের একটা জনমুখর জায়গায় এ ধরনের আকস্মিক শূন্যতা কেমন যেন অদ্ভুত লাগে। বড় স্টেশন, চাঁদপুর, ৯ জুলাই। ছবি: আফজাল তাহফি রোহান
করোনার মহামারির কারণে চাঁদপুরের প্রধান পর্যটন এলাকা বড় স্টেশনের ইলিশ চত্বরে এখন আর আগের মতো ভিড় জমে না। ইলিশের শহর চাঁদপুরের একটা জনমুখর জায়গায় এ ধরনের আকস্মিক শূন্যতা কেমন যেন অদ্ভুত লাগে। বড় স্টেশন, চাঁদপুর, ৯ জুলাই। ছবি: আফজাল তাহফি রোহান
৫ / ১২
দুজনেই মফস্বলের স্কুলপড়ুয়া। বই–পুস্তকে জেনেছে লাল রক্তের প্রকারভেদ আছে; গ্রুপ নির্ণয় করা যায়। গ্রামের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে জেনে এসেছে ব্লাড গ্রুপ জানতে। চণ্ডীপুর-পার্বতীপুর, ঝিনাইদহ, ৯ জুলাই। ছবি: মামুন সোহাগ
দুজনেই মফস্বলের স্কুলপড়ুয়া। বই–পুস্তকে জেনেছে লাল রক্তের প্রকারভেদ আছে; গ্রুপ নির্ণয় করা যায়। গ্রামের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে জেনে এসেছে ব্লাড গ্রুপ জানতে। চণ্ডীপুর-পার্বতীপুর, ঝিনাইদহ, ৯ জুলাই। ছবি: মামুন সোহাগ
৬ / ১২
পুষ্টিগুণে ভরপুর কচু। আবহমান গ্রামবাংলার আনাচে–কানাচে ছড়িয়ে–ছিটিয়ে আছে অসংখ্য কচুগাছ। এই গাছগুলোতে বর্ষাকালে অসংখ্য ফুল ফোটে। গৌরীপুর, বোয়ালমারী, ফরিদপুর, ৯ জুলাই। ছবি: মো. বিল্লাল হোসেন
পুষ্টিগুণে ভরপুর কচু। আবহমান গ্রামবাংলার আনাচে–কানাচে ছড়িয়ে–ছিটিয়ে আছে অসংখ্য কচুগাছ। এই গাছগুলোতে বর্ষাকালে অসংখ্য ফুল ফোটে। গৌরীপুর, বোয়ালমারী, ফরিদপুর, ৯ জুলাই। ছবি: মো. বিল্লাল হোসেন
৭ / ১২
হরেক রকম ফুলের বাহারি সাজে ঢাকা ক্যান্টনমেন্ট। মঈনুল রোড, ক্যান্টনমেন্ট, ঢাকা, ৯ জুলাই। ছবি: ছৈয়দ ইফতেখার হৃদয়
হরেক রকম ফুলের বাহারি সাজে ঢাকা ক্যান্টনমেন্ট। মঈনুল রোড, ক্যান্টনমেন্ট, ঢাকা, ৯ জুলাই। ছবি: ছৈয়দ ইফতেখার হৃদয়
৮ / ১২
সিলেটের ফেঞ্চুগঞ্জে করোনা রোগী বাড়লেও মানুষের মধ্যে নেই একটু সচেতনতা। ছবিটি ১০ জুলাই শুক্রবার ফেঞ্চুগঞ্জ বাজার এলাকা থেকে তোলা। ছবি: ছামি হায়দার
সিলেটের ফেঞ্চুগঞ্জে করোনা রোগী বাড়লেও মানুষের মধ্যে নেই একটু সচেতনতা। ছবিটি ১০ জুলাই শুক্রবার ফেঞ্চুগঞ্জ বাজার এলাকা থেকে তোলা। ছবি: ছামি হায়দার
৯ / ১২
করোনার কারণে পেশা বদল। আগে জমির ব্যবসা করতেন। এখন জমির ব্যবসা নেই। তাই অলিউল্লাহ ওরফে পাগলা অলি ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাচ্ছেন। নগরপাড়া বাজার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১০ জুলাই। ছবি: রাসেল আহমেদ
করোনার কারণে পেশা বদল। আগে জমির ব্যবসা করতেন। এখন জমির ব্যবসা নেই। তাই অলিউল্লাহ ওরফে পাগলা অলি ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাচ্ছেন। নগরপাড়া বাজার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১০ জুলাই। ছবি: রাসেল আহমেদ
১০ / ১২
কুশিয়ারা নদী, ফেঞ্চুগঞ্জ, সিলেট। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: ছামি হায়দার
কুশিয়ারা নদী, ফেঞ্চুগঞ্জ, সিলেট। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: ছামি হায়দার
১১ / ১২
ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার ঘাটারচর এলাকায় করোনার সংকটে বিপাকে পড়া ১০০ পরিবারের জন্য ১০ টাকার বাজার। স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা শান্তি সংঘের একক প্রচেষ্টায় শুক্রবার ঘাটারচরের ওলামানগর ন্যাশনাল উচ্চবিদ্যালয় স্কুলমাঠে দ্বিতীয়বারের মতো এ বাজার আয়োজন করা হয়েছিল। ১০ টাকায় ১ কেজি আটা, ১ কেজি চাল, আধা কেজি ডাল, ১ প্যাকেট নুডলস, দুটি ডিম দেওয়া হয়। ১ পিস মিষ্টিকুমড়া, ১টি জালি কুমড়া, আধা কেজি ঢ্যাঁড়স, ১ আঁটি পুঁইশাক, ১ আঁটি লালশাক ও দুটি লেবুও দেওয়া হয়। ছবি: বিজ্ঞপ্তি
ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার ঘাটারচর এলাকায় করোনার সংকটে বিপাকে পড়া ১০০ পরিবারের জন্য ১০ টাকার বাজার। স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা শান্তি সংঘের একক প্রচেষ্টায় শুক্রবার ঘাটারচরের ওলামানগর ন্যাশনাল উচ্চবিদ্যালয় স্কুলমাঠে দ্বিতীয়বারের মতো এ বাজার আয়োজন করা হয়েছিল। ১০ টাকায় ১ কেজি আটা, ১ কেজি চাল, আধা কেজি ডাল, ১ প্যাকেট নুডলস, দুটি ডিম দেওয়া হয়। ১ পিস মিষ্টিকুমড়া, ১টি জালি কুমড়া, আধা কেজি ঢ্যাঁড়স, ১ আঁটি পুঁইশাক, ১ আঁটি লালশাক ও দুটি লেবুও দেওয়া হয়। ছবি: বিজ্ঞপ্তি
১২ / ১২
গড়াই নদের ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের বড়ুরিয়া গ্রাম, শৈলকুপা, ঝিনাইদহ, ১০ জুলাই। ছবি: এম বুরহান উদ্দিন
গড়াই নদের ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের বড়ুরিয়া গ্রাম, শৈলকুপা, ঝিনাইদহ, ১০ জুলাই। ছবি: এম বুরহান উদ্দিন