আসছে ফ্লোরিডা বাংলা টেলিভিশন

মতবিনিময় সভায় বাংলা টেলিভিশন চ্যানেলের কর্মকর্তা ও কলাকুশলীরা
মতবিনিময় সভায় বাংলা টেলিভিশন চ্যানেলের কর্মকর্তা ও কলাকুশলীরা

‘প্রবাসে আপনার পাশে’ স্লোগান নিয়ে ফ্লোরিডায় যাত্রা করছে বাংলা টেলিভিশন চ্যানেল। একদল উদ্যমী মানুষের এই উদ্যোগে এরই মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। টেলিভিশনের এডিটর ইন চিফ হিসেবে যুক্ত হয়েছেন সাংবাদিক ও লেখক শামীম আল আমিন। ১৮ জানুয়ারি চ্যানেলটি আনুষ্ঠানিক যাত্রা করবে।

এরই মধ্যে চ্যানেলটির উদ্বোধন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। চ্যানেলটির উদ্বোধন উপলক্ষে ৮ জানুয়ারি একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। ফোর্ট লডারডেলের কোরাল স্প্রিংয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা ফ্লোরিডায় একটি বাংলা টেলিভিশন চ্যানেল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

সভায় ফ্লোরিডা বাংলা টেলিভিশনের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিটন মালিক সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে কাজ করতে চাই আমরা। বিশেষ করে আগামী প্রজন্মের হাতে দেশীয় সংস্কৃতির মশালটা তুলে দিতে চাই।’

মতবিনিময় সভায় চ্যানেলটির সার্বিক প্রস্তুতি নিয়ে কথা হয়। কারিগরি নানা দিক তুলে ধরেন চ্যানেলের কারিগরি পরামর্শক আরিফুজ্জামান আরিফ। পরে ১৮ জানুয়ারি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরে উদ্যোক্তারা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। উদ্বোধন করবেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী শহীদ হাসান, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আশফাকুল নোমান, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি মো. নুর এলাহি মিনা ও লেখক ড. সেজান মাহমুদ। এ ছাড়া ফ্লোরিডার মূলধারার রাজনীতিকেরা উপস্থিত থাকবেন অতিথি হিসেবে। উদ্বোধন পর্বের পর অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা ফজলুর রহমান, বাচিক শিল্পী কেয়া রোজারিও, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সামিয়া আব্বাসী, ডা. সালাউদ্দিন আহমেদ, মাসুদ হায়দার, শোভন আনোয়ার, পাপ্পু আহমেদ, সুমন বিশ্বাস, শাওন রহমান, জেসমিন বারী, মিথেড আহমেদ ও বখতিয়ার রহমান। এ ছাড়া ছিলেন চ্যানেলটির উপদেষ্টা পরিষদের সদস্য মিনু রহমান, নাঈম খান, আরিফুল হক, আনোয়ারুল খান, ইমন করিম, খোরশেদ মোহাম্মদ, নওশাদ পবন, চেয়ারপারসন সোমানা মালিক, পরিচালক (মার্কেটিং অ্যান্ড ফাইন্যান্স) আওলাদ হাওলাদার, পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড নিউজ) নাজমুন নাহার ইউনা, নিউজ এডিটর রুবি হাওলাদার, প্রোগ্রাম ম্যানেজার আতিকুর রহমান ও প্রোগ্রাম প্রোডিউসার মিম এইচ খান।