শিল্পী চন্দ্রশেখর দত্তের একক সংগীত সন্ধ্যা

একক সংগীত সন্ধ্যায় শিল্পী চন্দ্রশেখর দত্ত
একক সংগীত সন্ধ্যায় শিল্পী চন্দ্রশেখর দত্ত

আমেরিকার আটলান্টা প্রবাসী বাংলাদেশের বেতার ও টেলিভিশন শিল্পী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম শাখার সাবেক সংগঠক ও আটলান্টার লীলাবতী সংগীত নিকেতনের পরিচালক চন্দ্রশেখর দত্তের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
২ মে সন্ধ্যা সাতটায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটের মিলনায়তনে এই একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
সংগীত সন্ধ্যায় উপস্থিত শ্রোতাদের কথামালায় সিক্ত করেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই ভট্টাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া ও লীলাবতী ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্যা রত্না রায়। এ ছাড়া শিল্পীর জীবনালেখ্য শ্রোতাদের সামনে উপস্থাপন করেন ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তী। মনোজ্ঞ এই সংগীত সন্ধ্যায় শিল্পীকে তবলায় সহায়তা করেন পলাশ দেব, কী-বোর্ডে সৃজন রায়, তানপুরায় অমলেন্দু রাহা, এসরাজে মদন ঘোষ ও অক্টোপ্যাডে মো. রুবায়েত।
মনোজ্ঞ এই সংগীত সন্ধ্যায় শিল্পী চন্দ্রশেখর দত্ত ভিন্ন ভিন্ন স্বাদের গান পরিবেশন করেন। প্রায় দুই ঘণ্টা ধরে শিল্পী চন্দ্রশেখর দত্ত সুরের মায়াজালে বেঁধে রাখেন মিলনায়তনে উপস্থিত শ্রোতাদের। সংগীত সন্ধ্যার আয়োজন করেছিল লীলাবতী ফাউন্ডেশন। বিজ্ঞপ্তি।