নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠনতন্ত্র পরিপন্থী

নিউইয়র্কে আঞ্চলিক সংগঠন নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ ইন্‌ক-এর নতুন কমিটি গঠনতন্ত্র পরিপন্থী এবং বেআইনিভাবে গঠিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিদায়ী কমিটির সভাপতি আবদুল হক চৌধুরী ও সিনিয়র সহসভাপতি জামাল হুসেন।
এক বিবৃতিতে বিদায়ী কমিটির এই দুই সদস্য বলেন, সম্প্রতি আমেরিকা প্রবাসী নবীগঞ্জবাসীর এই সংগঠনের দুই বছর মেয়াদী ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে মর্মে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে তা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। তাঁরা বিবৃতিতে উল্লেখ করেন, গত ২২ এপ্রিল নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ ইন্‌ক-এর কার্যকরী কমিটি এবং নির্বাচন কমিশন ঘোষিত নবনির্বাচিত কমিটির উপস্থিতিতে ২০১৯-২০ সালের জন্য সমঝোতার ভিত্তিতে একটি কমিটি চূড়ান্ত করা হয়। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল সমঝোতার ভিত্তিতে গঠিত চূড়ান্ত কমিটি পাশ কাটিয়ে গঠনতন্ত্র পরিপন্থী ও বেআইনিভাবে মনগড়া একটি কমিটির নাম প্রচার করেছে।
বিবৃতিতে প্রবাসী নবীগঞ্জবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে বলে হয়েছে, শিগগির নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএর নতুন কমিটির নাম প্রচার করা হবে।