হালাল সার্টিফিকেট পেল বিসমিল্লাহ হালাল লাইভ পোলট্রি

হালাল পোলট্রির সার্টিফিকেট হাতে আবদুস সালাম ভূঁইয়া
হালাল পোলট্রির সার্টিফিকেট হাতে আবদুস সালাম ভূঁইয়া

নিউইয়র্কের বিসমিল্লাহ হালাল লাইভ পোলট্রি শরিয়াহ বোর্ড অব নিউইয়র্কের হালাল সার্টিফিকেট পেয়েছে। সম্প্রতি শরিয়াহ বোর্ডের প্রধান মুফতি রুহুল আমিন কাসেমির উপস্থিতিতে সারসিনা শরিফের পীর শাহ মুহাম্মদ সাইফুল্লাহ সিদ্দীকি, শরিয়াহ বোর্ড পরিচালক মুফতি বোরহান উদ্দিন, মসজিদ দারুল ফোরকানের ইমাম মুহাম্মদ ইদ্রিস, মসজিদ সালেহীনের ইমাম ও খতিব হাফেজ এহতেশামুল হক, গ্লোবাল দাওয়াহ ইসলামিক চ্যানেলের সিইও মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহসহ শরিয়াহ বোর্ড কর্মকর্তাদের সামনে একমাত্র হালাল পোলট্রির সার্টিফিকেট গ্রহণ করেন বিসমিল্লাহ হালাল লাইভ পোলট্রির স্বত্বাধিকারী আবদুস সালাম ভূঁইয়া।
এ সময় প্রতিষ্ঠানটির উপদেষ্টা ও বিশিষ্ট ফটো সাংবাদিক মোহাম্মদ লুৎফর রহমান বিনু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ এহতেশামুল হক। শরিয়াহ বোর্ড পরিচালক মুফতি বোরহান উদ্দিন স্বাগত বক্তব্যে মুসলিম কমিউনিটিকে বিসমিল্লাহ হালাল লাইভ পোলট্রির হালাল গোশত উপভোগ করার আহ্বান জানান। সারসিনা পীর শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী ইসলামি শরিয়ার আলোকে হালাল খাবার ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, উত্তর আমেরিকার মতো জায়গায় মুসলমানদের হালাল খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিসমিল্লাহ পোলট্রি যে উদ্যোগ এক যুগ আগে নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।