বিদেশে মাতৃভাষা চর্চার উদ্যোগ প্রয়োজন

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাইম টেলিভিশনের সিইও আবু তাহের
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাইম টেলিভিশনের সিইও আবু তাহের

বিদেশে বসবাসরত বাংলা ভাষাভাষী শিশুদের তাদের মাতৃভাষা বাংলা সম্পর্কে ধারণা দেওয়া প্রয়োজন। যে ভাষা ও সংস্কৃতির জন্য বাংলার মানুষ জীবন দিয়েছে, সে ভাষা আজ বিশ্বজুড়ে স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। সেই মাতৃভাষাকে লালন করা আমাদের জন্য অত্যন্ত গৌরবের আর অহংকারের।

২৭ মে নিউইয়র্কে এস্টোরিয়ার একটি রেস্টুরেন্টে এডুকেশন গাইড অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য টাইম টেলিভিশনের সিইও আবু তাহের এসব কথা বলেন।

আবু তাহের বলেন, বিদেশের মাটিতে ভিন্ন পরিবেশে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের মাতৃভাষা বাংলাকে হারিয়ে না ফেলে। বাংলা ভাষার ইতিহাস, ঐতিহ্য ভুলে না যায় সে জন্য আমাদের এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। আমরা যারা বিদেশে অবস্থান করছি, আমাদের সন্তানদের বাংলা ভাষা চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। তা না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে, বাংলা একটা কল্পকাহিনী হিসেবে থেকে যাবে।

বিদেশে কীভাবে শিশুদের বাংলাভাষার প্রতি উদ্বুদ্ধ করা যায়, তারা যেন শুদ্ধ ও সাবলীলভাবে বাংলায় কথা বলতে পারে সে জন্য পরিবেশ তৈরিতে কাজ করছে এডুকেশন গাইড।

এডুকেশন গাইড অর্গানাইজেশনের সভাপতি যোবায়ের জাবেদ বলেন, আমাদের শিশুরা যাতে ইংরেজিসহ বিভিন্ন ভাষা শিক্ষার পাশাপাশি বাংলাকে গুরুত্ব দেয়। বাংলা ভাষায় কথা বলার চর্চা করে, সে প্রচেষ্টা সফল করার লক্ষ্যে এই সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা যারা অভিভাবক আছি, নিজেদের পরিবারের নিত্যদিনের কথাবার্তার সঙ্গে তাদের পরিচিত করার মাধ্যমেই ভাষার ব্যবহার শেখাতে      পারি। শুধু ভাষা দিবস আর স্বাধীনতা উদ্‌যাপন করে কাজ হবে না। নিত্যদিনের কর্মে পরিণত করার মাধ্যমেই সফলতা সম্ভব।

তফজ্জুল খান সিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—শেখ সিরাজুল ইসলাম, মিছবাহ উদ্দিন আহমদ, আবদুস সোবহান, ছালেহ আহমদ, জি এম ইব্রাহীম, শেখ অলি আহাদ জগলু, আবদুল বাছিত, সেলিম আহমদ, জায়েদ রশিদ চৌধুরী, সোহেল আহমদ প্রমুখ।