হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইফতার মাহফিলে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সদস্য ও অতিথিরা
ইফতার মাহফিলে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সদস্য ও অতিথিরা

হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইন্‌ক-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে নিউইয়র্কে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার একটি পার্টি হলে এই মাহফিলের আয়োজন করা হয়।

ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ ও আমেরিকার সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরীর সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান চৌধুরী শেফাজ। যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন ও ইফতার মাহফিল আহ্বায়ক কমিটির সদস্যসচিব ইমরান আলী টিপু। দোয়া-মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহসভাপতি মাওলানা আতাউর রহমান।

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইফতার কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম তালুকদার, প্রতিষ্ঠাতা সভাপতি মোবাশ্বির হোসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি দেওয়ান বজলু চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবদুস সহিদ, সাবেক সভাপতি বসির উদ্দীন ও সাবেক সাধারণ সম্পাদক জুনেদ এ খান, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি নাছির উদ্দিন, সৈয়দ কামাল উদ্দিন আহমদ, রমিজ উদ্দিন খান, সৈয়দ নাজমুল হাসান কুবাদ, শফি উদ্দিন তালুকদার, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম, সাংবাদিক লুত্ফুর রহমান লুতু, কবি মাছুম নূর, সহসভাপতি মোশাররফ আলম, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, ওসমানী নগর সমিতি সাধারণ সম্পাদক আবদুস ছালাম, নির্বাচন কমিশনার সৈয়দ ফজলুর রহমান, মীর আবদুল লতিফ দরবেশ, ছুরুত আলী মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া, গোলাম ছারোয়ার চৌধুরী, জেলা সমিতির সহসভাপতি তাজুল ইসলাম মানিক, আবদুর রহমান, আমির আলী, চুনারুঘাট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রউফ জলাই, নবীগঞ্জ সমিতির সাবেক সভাপতি কেরামত আলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ জামাল হুসেন, উপদেষ্টা আবদুল কাইয়ূম চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহসভাপতি মির্জা মামুর রসিদ, লিটন চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, যুবলীগ নেতা নাজমুল হাসান, এমরান সৈয়দ ফাইয়াজসহ প্রবাসের সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও আমেরিকায় বসবাসরত হবিগঞ্জবাসী।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন শামীম তালুকদার, সাব্বির হোসেন, ইকবাল বাহার চৌধুরী, দেলোয়ার হোসেন মানিক, গিয়াস উদ্দিন, রোকন হাকিম, নাবিল চৌধুরী, আবদুর রহিম শেখ, জয়নাল চৌধুরী, আবুল কালাম আজাদ, জুয়েল মিয়া, ফয়সল আহমেদ খান পারভেজ, আসকির মিয়া, মিজান খান মুহিত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলী খান জুনেদ প্রমুখ।

সংগঠনের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন মোবাশ্বির হোসেন চৌধুরী, দেওয়ান বজলু চৌধুরী, নাসির উদ্দীন, সৈয়দ কামাল উদ্দীন, ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুর রহমান, সৈয়দ নজমুল হাসান কুবাদ, শফি উদ্দীন তালুকদার ও গাজী মাহমুদ।