ট্রাক দুর্ঘটনায় বিড়ম্বনায় ভ্রমণবিলাসীরা

দুর্ঘটনাকবলিত ট্রাক
দুর্ঘটনাকবলিত ট্রাক

আমেরিকার স্বাধীনতা দিবস ৪ জুলাইয়ের নির্ধারিত ছুটি কাটাতে নিউইয়র্ক ছেড়ে যাওয়ার প্রাক্কালে ভ্রমণবিলাসীদের বিড়ম্বনায় পড়তে হয়েছে। নিউজার্সি অঙ্গরাজ্যের ইউনিয়ন সিটির পাশে রুট ৪৯৫-এর পশ্চিমমুখো লেনের ওভার পাস থেকে আবর্জনাবাহী একটি ট্রাক নিচে পড়ে গেলে এই বিড়ম্বনার সৃষ্টি হয়।

ট্রাক দুর্ঘটনায় ৩ জুলাই সন্ধ্যায় প্রায় ১৭ জন যাত্রী আহত হন যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। লিংকন টানেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য থেকে জানা যায়, দুর্ঘটনার ফলে শহর থেকে বহির্মুখী সব ধরনের যানবাহনের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

তা ছাড়া নিউইয়র্ক নগরের আন্তঃশহরে চলাচলকারী বাস ছাড়ার ব্যস্ততম স্থান পোর্ট অথোরিটি টার্মিনাল কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। কারণ রুট ৪৯৫-এর বহির্মুখী লেনে ট্রাফিক জ্যাম থাকায় টার্মিনাল থেকে বাস বেরোতে পারছিল না। লিংকন টানেল কর্তৃপক্ষ শহর থেকে বেরোতে হলে লিংকন টানেলের পরিবর্তে হল্যান্ড টানেল ব্যবহারের অনুরোধ করেন।