আটলান্টিক সিটিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মঞ্চে সম্মাননা স্মারক হাতে সাউথ জার্সিতে বসবাসরত কৃতি বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীরা
মঞ্চে সম্মাননা স্মারক হাতে সাউথ জার্সিতে বসবাসরত কৃতি বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীরা

নিউজার্সি রাজ্যের সাউথ জার্সিতে বসবাসরত কৃতি বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়েছে। গত ২৭ আগস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি কর্তৃক আয়োজিত বাংলাদেশ মেলায় প্রবাসী বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।

সাউথ জার্সির বিভিন্ন স্কুলের প্রথম থেকে অষ্টম গ্রেড পর্যন্ত ‘এ অনার রোল’ ও ‘এ-বি অনার রোল’ প্রাপ্ত শিক্ষার্থীদের এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। বিপ্লব দেবের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ, আবদুল কাদের মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদের মিয়াসহ মূলধারার নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ মেলার আয়োজক সংগঠনের সভাপতি শহীদ খান বলেন, ‘প্রবাসী বাংলাদেশি সন্তানদের মেধা ও মননের সর্বোচ্চ বিকাশ ঘটানোর লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।’

নাম প্রকাশ না করার শর্তে একজন কৃতি শিক্ষার্থীর বাবা বলেন, ‘বাংলাদেশ মেলায় আমার মেয়ে সংবর্ধিত হওয়ায় অভিভাবক হিসেবে আমি গর্বিত। এ ধরনের মহতী অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক সংগঠনকে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি, তাঁরা প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান আয়োজন করবে।’

সংবর্ধনা কমিটির প্রধান গোলাম হাফিজের নেতৃত্বে রওশন উদ্দীন, ঊর্মি বেগম, অপরাজিতা সরকার সংবর্ধনা অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করে তোলার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন।

অনুষ্ঠানের সমন্বয় সাধন করেন বাংলাদেশ মেলার আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী বিপ্লব দেব।