ওয়াশিংটনে খান বাড়িতে দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠিত

দোয়া মাহফিল ও মেজবানে আসা অতিথিদের একাংশ।
দোয়া মাহফিল ও মেজবানে আসা অতিথিদের একাংশ।

ওয়াশিংটন ডিসিতে ‘জ্ঞানবাহন’-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক বদরুল হুদা খানের বাড়িতে দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়েছে। খানবাড়ি নামে পরিচিত ওই বাড়িতে গত ২৪ আগস্ট বদরুল হুদা খানের বাবা ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা লোকমান খান শেরওয়ানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।

বার্ষিক দোয়া মাহফিল ও মেজবানে উপস্থিত ছিলেন কংগ্রেস প্রার্থী রসিদ মালিক, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার শাহাবুদ্দিন পাটোয়ারি, ভয়েস অব আমেরিকার সরকার কবির উদ্দিন, রুমানা রিফাত, ওয়াহিদ সাজ্জাদ, ফকির সেলিম, আহসানুল হক, লোকমান খান শেরওয়ানীর নাতনি সাবরিনা চৌধুরী, হাসান ইমাম, লায়লা হাসান, ইমাম হাসান, হাবিব খান, বসির আহমেদ, গেলাম ফারুক, শহিদ খান, ফরিদ আক্তারসহ কমিউনিটির গণ্যমান্য ও প্রবাসী সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বাবার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান বদরুল হুদা খান।

মেজবানে চার শতাধিক অতিথিকে আপ্যায়ন করা হয়। বিদেশের মাটিতে বসে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের স্বাদ নিতে পেরে উচ্ছ্বসিত ছিল প্রবাসীরা।