সভাপতি সহিদ রাহমান ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম

সহিদ রাহমান ও তাজুল ইসলাম
সহিদ রাহমান ও তাজুল ইসলাম

কানাডার কুইবেক আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সহিদ রাহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম। ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ কুইবেক প্রাদেশিক শাখার সম্মেলনে তাঁরা নির্বাচিত হন।
সংগঠনের সদস্যদের সমর্থনে সর্বসম্মতিক্রমে কবি, গীতিকার ও নাট্যকার সহিদ রাহমান সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া কুইবেক আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাঁদের নির্বাচিত ঘোষণা করেন।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. ময়নুল ইসলাম, মো. আব্দুর রহিম, রতন ধর, আবুল কালাম আজাদ চৌধুরী, জালাল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলামিন শিকদার ও কোষাধ্যক্ষ আনিসুর রহমান। পরে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সব সদস্য কানাডা আওয়ামী লীগের সভাপতির ওপর সর্বসম্মতভাবে দায়িত্ব দেন।
কুইবেক আওয়ামী লীগের নতুন সভাপতি সহিদ রাহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ নবনির্বাচিত কমিটির নেতারা স্থানীয় রেস্তোরাঁয় থাকা জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন কুইবেক আওয়ামী লীগ সম্মেলনের আহ্বায়ক ও সম্মেলন সভাপতি মো. ময়নুল ইসলাম, কানাডা আওয়ামী লীগের সহসভাপতি তোফাজ্জল আলী, সৈয়দ রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া আহমেদ, কোষাধ্যক্ষ বজলুর রশিদ ব্যাপারী, কৃষি সম্পাদক আব্দুল গণি, শ্রমবিষয়ক সম্পাদক ফয়জুল ইসলাম, ক্রীড়া সম্পাদক গোলাম মোহাম্মদ মোতাহির মিয়া, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ বি বশির উদ্দিন, কানাডা আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, মাসুদ সিদ্দিকী, অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সহসভাপতি গোলাম সরওয়ার, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, অন্টারিও আওয়ামী লীগ নেতা নওশাদ উদ্দিন রতন, বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার দেব, মুক্তিযুদ্ধ গবেষক ও লেখক তাজুল মোহাম্মদ এবং কানাডা চৌদ্দ দলীয় জোটের নেতা ও সাবেক ছাত্রনেতা জিয়াউল হক জিয়া, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা বাবলা দেব, কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফাইজুল করিম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি দীপক ধর, সাবেক সাংসদ শহীদুল ইসলাম খান, আলী আহমদ, কানাডা যুবলীগ নেতা ইমরুল আলী, আহবাব হোসেন সাজু প্রমুখ। সম্মেলনের কার্যক্রম শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন মন্ট্রিয়েলের জনপ্রিয় শিল্পী সাফিনা করিম।