মুক্তিযোদ্ধা, সংগীততারকা, কবি, ছড়াকাদের নিয়ে আড্ডা

প্রথম আলো উত্তর আমেরিকার সাপ্তাহিক আড্ডা আয়োজন। ছবি: প্রথম আলো উত্তর আমেরিকা
প্রথম আলো উত্তর আমেরিকার সাপ্তাহিক আড্ডা আয়োজন। ছবি: প্রথম আলো উত্তর আমেরিকা

মুক্তিযুদ্ধে ঢাকার গেরিলা হামলার বর্ণনা দিলেন গেরিলাযোদ্ধা ইকবাল নাজমী। শিল্পী সেলিম চৌধুরী জানালেন মুক্তিযুদ্ধে একজন শিশু হিসেবে তাঁর আহত হওয়ার ঘটনা। অভিনেতা স্বাধীন খসরু গাইলেন প্রিয় লেখক হুমায়ূন আহমেদের প্রিয় একটি গান। ছড়াকার অভীক বসু জানালেন সাহিত্য-সংস্কৃতি নিয়ে তাঁর পূর্বসূরিদের গৌরবগাথা। পাপী মনা গিটার ধরলেন জীবনের গান নিয়ে।

প্রথম আলো উত্তর আমেরিকার সাপ্তাহিক আড্ডা আয়োজন এমনই করে জমে ওঠে ৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে। আড্ডায় অংশ নিতে জ্যাকসন হাইটসের কার্যালয়ে চলে আসেন লেখক, সাংবাদিকসহ নানা পেশার অগ্রসর লোকজন। মুক্তিযোদ্ধা, সংগীত তারকা, কবি-ছড়াকার নিয়ে লেখক-সাংবাদিকদের এই জম্পেশ আড্ডা দ্রুতই আনুষ্ঠানিকতায় রূপ নেয়।

প্রথম আলো উত্তর আমেরিকার সাপ্তাহিক আড্ডা আয়োজন। ছবি: প্রথম আলো উত্তর আমেরিকা
প্রথম আলো উত্তর আমেরিকার সাপ্তাহিক আড্ডা আয়োজন। ছবি: প্রথম আলো উত্তর আমেরিকা

প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরীর স্বাগত অভিবাদনের পরই আড্ডা-আলাপ পরিচালনার দায়িত্ব নিয়ে নেন লেখক সাংবাদিক শামীম আল আমীন। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাইদ ইকবাল নাজমী, সংগীত তারকা সেলিম চৌধুরী, অভিনেতা স্বাধীন খসরু, কবি ও ছড়াকার অভীক বসু, শিল্পী পাপী মনা, প্রথম আলোর ঢাকার স্টাফ রিপোর্টার মনজুর কাদের, মাহফুজ চৌধুরী জয়, জামাল হোসেন, ইশতিয়াক রূপু, হেলিম আহমেদ, রূপা খানম, জুলি রহমান, ছজুলী রহমান, ছন্দা বিনতে সুলতান, শেলী জামান খান, রাজিয়া নাজমী, তানকিউল হাসান, মাহমুদুল হক চৌধুরী, রহমান মাহবুব, আবদুস শহীদ, মো. সফিকুল ইসলাম লুতু, আকবর হক রানা, মনজুরুল হক, স্বপ্ন কুমার, পাপী মনা, কাজী শফীকুল হক, শরীফ মাহবুবুল আলম, সালেম সুলেরী, মনিজা রহমান, মনিষা দত্ত তৃষা, রওশন হক, সানজিদা উর্মী, তফাজ্জল লিটন প্রমুখ।

প্রথম আলো উত্তর আমেরিকার সাপ্তাহিক আড্ডা আয়োজন। ছবি: প্রথম আলো উত্তর আমেরিকা
প্রথম আলো উত্তর আমেরিকার সাপ্তাহিক আড্ডা আয়োজন। ছবি: প্রথম আলো উত্তর আমেরিকা

সেলিম চৌধুরী গান দিয়ে শুরু করেন আড্ডা-আলোচনা। ইশতিয়াক রূপুর গান, হাসন রাজার গান দিয়ে জম্পেশ আড্ডা আলোচনার সূত্রপাত ঘটে। মুক্তিযুদ্ধের সময় সেলিম চৌধুরীর বয়স ছিল পাঁচ বছর। যুদ্ধে বোমায় বড় বোন আর স্বজন হারানোর কথা সেলিম চৌধুরী জানালেন প্রথম আলো আড্ডায়। নিজের শরীরে বোমার স্প্লিন্টার এখনো বহন করছেন, কথাটি জানালেন দাপুটে এ সংগীত তারকা। এরপর গান ধরলেন। আড্ডা আলাপে তখন ভিন্ন আবহ। গাইলেন বেশ কিছু জনপ্রিয় গান।

এর মধ্যেই শামীম আল আমীন আহ্বান জানালেন সাইদ ইকবাল নাজমীকে। একাত্তরের গেরিলাযোদ্ধা নিভৃতচারী প্রবাসী এ প্রবাসে ফেরদৌস নাজমী বলেই পরিচিত। মুক্তিযোদ্ধা ফেরদৌস নাজমী বাংলাদেশে থাকাকালীন বেসরকারি উন্নয়ন নিয়ে কাজ করেছেন। কলেজে অধ্যয়নের সময় কয়েকজন বন্ধু মিলে ‘ক্লথ দ্য ন্যুড’ নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলেন। স্কুলজীবন থেকে টিভির সঙ্গে জড়িত ছিলেন। পরিচালক কবির আনোয়ারের সঙ্গে কাজ করেছেন। ঢাকা থিয়েটারের জন্মলগ্ন থেকেই সক্রিয় সদস্য ছিলেন। পারিবারিক সিদ্ধান্তে আমেরিকায় চলে আসেন। আমেরিকায় আসার পর থেকে একটি ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠানে কাজ করছেন।

প্রথম আলো উত্তর আমেরিকার সাপ্তাহিক আড্ডা আয়োজন। ছবি: প্রথম আলো উত্তর আমেরিকা
প্রথম আলো উত্তর আমেরিকার সাপ্তাহিক আড্ডা আয়োজন। ছবি: প্রথম আলো উত্তর আমেরিকা

মুক্তিযোদ্ধা সাইদ ইকবাল নাজমী আড্ডায় আলাপে জানালেন জীবনের নানা কথা। জানালেন গেরিলাযুদ্ধের বেশ কিছু অপারেশনের কথা। ঢাকার বায়তুল মোকাররম, টিআইটিতে গেরিলা হামলার কাহিনি গেরিলার মুখ থেকে শোনা গেল। কীভাবে সদ্য কৈশোর পেরোনো এক গেরিলা নিজের মাতৃভূমির জন্য জীবন বাজি রেখেছিলেন, তার উত্তেজনাকর গল্প শুনছিলেন সবাই পিনপতন নিস্তব্ধতায়।

অভিনেতা স্বাধীন খসরু জানালেন নিজের উত্থানের কথা। গ্রামের স্কুল পেরিয়ে যুক্তরাজ্যপ্রবাসী হলেন। নন্দিত লেখক হুমায়ূন আহমেদের সান্নিধ্যে আসার গল্প শোনালেন। একটি রক্ষণশীল বাস্তবতায় নিজেকে সৃষ্টিশীল কর্মকাণ্ডে জড়ানোর গল্পটি জানলেন সমবেত গুণীজন। সবার অনুরোধে অভিনেতা গান ধরলেন। সূত্র ধরিয়ে দিলেন সেলিম চৌধুরী। হুমায়ূন আহমেদ একটি বিশেষ গান গাইতে বলতেন অভিনেতা স্বাধীন খসরুকে। স্বাধীন খসরু গেয়ে ওঠেন, ‘এক নারী আমায় জন্ম দিল, রাইখা তাহার উদরে/আরেক নারী প্রেম শিখাইল যাইয়াগো বাসর ঘরে...।’ সমবেত সবাই গাইতে শুরু করলেন।

প্রথম আলো উত্তর আমেরিকার সাপ্তাহিক আড্ডা আয়োজন। ছবি: প্রথম আলো উত্তর আমেরিকা
প্রথম আলো উত্তর আমেরিকার সাপ্তাহিক আড্ডা আয়োজন। ছবি: প্রথম আলো উত্তর আমেরিকা

কবি অভীক বসুকে পরিচয় করিয়ে দেওয়া হলো তাঁর বাবার পরিচয় দিয়ে। ‘আকাশ আমায় শিক্ষা দিল/উদার হতে ভাই রে/কর্মী হবার মন্ত্র আমি/বায়ুর কাছে পাই রে।’

সবার পরিচিত শিশুসাহিত্যিক, কবি ও ছড়াকার সুনির্মল বসু, যাঁর এই বিখ্যাত কবিতা পড়ে আড্ডা-আলাপের অনেকেই বড় হয়ে উঠেছেন। তাঁর যোগ্য পুত্র কবি ও ছড়াকার অভীক বসু। কলকাতার এ কবি বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। আমন্ত্রণ পেয়ে চলে আসেন আড্ডায়। কথা বললেন দুই বাংলার সাহিত্য ও সংস্কৃতি নিয়ে। জানা গেল সাহিত্যিক ও সাংবাদিক গিরিশচন্দ্র বসু ছিলেন তাঁর পিতামহ। প্রখ্যাত বিপ্লবী ও সাহিত্যিক মনোরঞ্জন গুহঠাকুরতা ছিলেন তাঁর মাতামহ। অভীক বসু তাঁর বাবা ছড়াকার সুনির্মল বসুকে নিয়ে কথা বলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সময়ের কথা স্মরণ করলেন। সদ্য স্বাধীন বিধ্বস্ত বাংলাদেশ সফরের বর্ণনা দিলেন। ইলিশ উৎসব নিয়ে নিজের লেখা ছড়া পাঠ করেন অভীক বসু।

প্রথম আলো উত্তর আমেরিকার সাপ্তাহিক আড্ডা আয়োজন। ছবি: প্রথম আলো উত্তর আমেরিকা
প্রথম আলো উত্তর আমেরিকার সাপ্তাহিক আড্ডা আয়োজন। ছবি: প্রথম আলো উত্তর আমেরিকা

বাবা-মায়ের দেওয়া ‘জয়নাল আবেদীন’ নামটা এখন শুধু খাতা-কলমে। সবাই তাঁকে চেনে ‘পাপী মনা’ নামে। নিউইয়র্ক নগরীতে তিনি খুব বেশি দিন হলো আসেননি। সময় পেলেই গিটার নিয়ে চলে আসেন প্রথম আলো উত্তর আমেরিকার আড্ডায়। নিউইয়র্ক সফরের সময় লেখক আনিসুল হক তাঁর সংগীত প্রতিভার ভূয়সী প্রশংসা করেছেন। গিটার হাতে পাপী মনা বাজালেন সেলিম চৌধুরীর সঙ্গে। নিজেও গেয়ে উঠলেন জীবনের গান। আড্ডা আলোচনা মুহূর্তে হয়ে ওঠে সংগীতমুখর।

আমন্ত্রিত অতিথিদের প্রথম আলো উত্তর আমেরিকার সম্মাননা চাঁদর পরিয়ে দেওয়া হয়। ইব্রাহীম চৌধুরী আগামী ১০ অক্টোবর কবিতায় আলোচনায় কবি দিলওয়ার-এর স্মরণ অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। এর মধ্য দিয়ে আড্ডা আলাপের সমাপ্তি ঘটে।