হ্যামট্রম্যাকে বাংলাদেশি কাউন্সিলম্যানদের সংবর্ধনা

সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত বাংলাদেশি কাউন্সিলম্যানরা
সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত বাংলাদেশি কাউন্সিলম্যানরা

মিশিগান অঙ্গরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত হ্যামট্রম্যাক সিটি কাউন্সিল নির্বাচনে বরাবরের মতো এবারও দুজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন মোহাম্মদ কামরুল হাসান ও নাঈম লিয়ন চৌধুরী। নবনির্বাচিত এ দুই কাউন্সিলম্যানকে সংবর্ধনা দিতে ১০ নভেম্বর হ্যামট্রম্যাক শহরের এক রেস্তোরাঁয় এক সংবর্ধনা সভার আয়োজন করে মিশিগান বিএডিসি।
সংবর্ধনা সভায় সদ্য নির্বাচিত দুই কাউন্সিলম্যানকে ফুল দিয়ে বরণ করেন মিশিগান বিএডিসির সভাপতি মোহাম্মদ জুবারুল চৌধুরী ও সভাপতি ইলেক্ট মুহিত মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. নাজমুল হাসান শাহীন, উপদেষ্টা পরিষদের সদস্য ড. মোহাম্মদ নাসিম, আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টের (আবিয়া) সাবেক প্রেসিডেন্ট ও এমআই-বিএডিসির ১১ নম্বর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান সাদেক রহমান, সাবেক ভাইস প্রেসিডেন্ট সোলাইমান বাহার, সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আরিফ মাহমুদ ও ইকবাল ফয়েজ স্বপন, ড. সিরাজুল ইসলাম, ১৩ নম্বর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ও ভিপি ইলেক্ট আজিজ চৌধুরী, যুগ্ম সম্পাদক কাওসার দেওয়ান, মনজুরুল করিম, যুগ্ম সম্পাদক মাহমুদুল খান, জিয়াউদ্দিন নিজামী, মোহাম্মদ জামান, সালমা সুলতানা, রুহুল হুদা, সালেহ আহমেদ বাদল, মো. সাবুল হোসাইন, আবুল আজাদ, লুৎফুর রহমান, মোহাম্মদ আলী, জানান হক, শাহাবুদ্দিন ভূঁইয়া, ফকরুল ইসলাম প্রমুখ।
নির্বাচিত দুই কাউন্সিলম্যানের মধ্যে মোহাম্মদ কামরুল হাসান মিশিগান বিএডিসির প্রতিষ্ঠাতা সদস্য এবং নাঈম চৌধুরী বর্তমান নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য।
সংবর্ধনার আগে সংগঠনটির ২০২০-২১ বছরের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি অনুষ্ঠানের ভেন্যু নির্বাচন, দায়িত্ব বণ্টনসহ সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।