২১ বছর পূর্তি আরএলবি গ্রুপ অব করপোরেশনের

আরএলবি গ্রুপের ২১ বছর পূর্তিতে প্রতিষ্ঠানটি কর্ণধার ও সিইও আকতার হোসেন বাদলকে সম্মান জানান আমেরিকান বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্তাব্যক্তিরা
আরএলবি গ্রুপের ২১ বছর পূর্তিতে প্রতিষ্ঠানটি কর্ণধার ও সিইও আকতার হোসেন বাদলকে সম্মান জানান আমেরিকান বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্তাব্যক্তিরা

আরএলবি গ্রুপ অব করপোরেশনের ২১ বছর পূর্তি উপলক্ষে উৎসব অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের কুইন্সের একটি ভেন্যুতে ৭ নভেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি দিনটি উদ্‌যাপন করে। কাটা হয় কেক।
অনুষ্ঠানে আরএলবি গ্রুপের কর্ণধার আকতার হোসেন বাদলকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করে আমেরিকার নির্মাণ খাতের খ্যাতনামা কয়েকটি প্রতিষ্ঠান। এ সময় বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটির শীর্ষ কর্মকর্তারাও।
অনুষ্ঠানে আমেরিকায় মহাসড়ক, সেতু ও বিমানবন্দর নির্মাণে খ্যাতনামা টুলি গ্রুপ কোম্পানির কর্ণধার টম টুলি বলেন, ‘সততা, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে ভাগ্য বদলে আকতার হোসেন অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর মাধ্যমে বাংলাদেশি-আমেরিকানদের সম্পর্কে আমাদের মধ্যে চমৎকার একটি ধারণা জন্মেছে।’
অনুষ্ঠানে বাদলকে ক্রেস্ট প্রদান করেন এইচএইচজেআরের কর্ণধার হেনরি হিন্টন জুনিয়র। এ সময় তিনি বলেন, ‘ল্যান্ড অব অপরচুনিটির দেশ হচ্ছে আমেরিকা। সারা বিশ্বের উদ্যমী মানুষেরা এখানে আসেন নিজের ভাগ্য গড়তে। তবে ভাগ্য হাতের মুঠোয় আসে কঠোর শ্রমে। বাদল তেমনই একজন ব্যবসায়ী, যিনি প্রতিটি কাজই পরম নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেন।’
ডিকিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানির নির্বাহী কর্মকর্তা মার্ক কারটেন আরএলবি গ্রুপ প্রধানের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, ‘ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে বাদলের সঙ্গে আমাদের আস্থার সম্পর্ক রয়েছে। এ সম্পর্কের কারণেই আরএলবির ওপর আমাদের নির্ভরতা দিনদিন বাড়ছে।’
অনুষ্ঠানে টিম্বারল্যান্ড কোম্পানির নির্বাহী কর্মকর্তা ডেভ মারটিন, মার্কিন অ্যাটর্নি পেরি ডি সিলভার, নিউইয়র্ক স্টেটের এমটিএর ডেপুটি চিফ ডেনি কামাচো, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অতিথিদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আকতার হোসেন বাদল বলেন, ‘গত ২১ বছর আমি এসব মানুষের যে আন্তরিক সহযোগিতা পেয়েছি, তা ভাষায় ব্যক্ত করার মতো নয়। তাঁরা নিজ পরিবারের সদস্যের মতোই আপন করে নিয়েছেন আমাকে। এতে অনেক বড় কাজও নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদন করা কঠিন বলে মনে হয়নি। আশা করি ভবিষ্যতেও তাঁদের সান্নিধ্যে স্বপ্নের পথ পাড়ি দিতে সক্ষম হব আমরা।’
অনুষ্ঠানে সাংবাদিকেরা ছাড়াও ইকুইপমেন্ট রেন্টাল অ্যাবলের ভাইস প্রেসিডেন্ট পেরি রোসেন, নিউইয়র্ক টার্প কোম্পানির কর্ণধার ক্রিস্টফার এরাপিস, স্মার্ট কোসনের আঞ্চলিক ব্যবস্থাপক জিওফ গুইজ, টিডি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রেমন্ড অং, করেন ঝেং, খ্যাতনামা ব্যবসায়ী ডিন ডেভ, মোহাম্মদ ইফরান, গেব্রিয়েল সিনাগ্রা, মাজালি পেরু, ক্লডিয়া কুইন্টারো, স্যান্ড্রা ইয়োনানা পুলিডো, থমাস এন্দানেসমোরা, চ্যান জুয়ান কুইন, ফ্র্যাঙ্ক ফুয়াদ, মারলন কোলসহ অর্ধ-শতাধিক ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী উপস্থিত ছিলেন।