শীর্ষ ধনীরা কোন ধরনের গাড়ি চড়েন

জ্যাক মা,মার্ক জাকারবার্গ, জেফ বেজোস ও ওয়ারেন বাফেট
জ্যাক মা,মার্ক জাকারবার্গ, জেফ বেজোস ও ওয়ারেন বাফেট

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের নাম বললে প্রথমেই আমাদের মাথায় আসবে জেফ বেজোস, বিল গেটস, মার্ক জাকারবার্গ, ওয়ারেন বাফেট, জ্যাক মা প্রমুখ ব্যক্তিদের নাম। তাঁদের জীবনধারা নিয়ে চলে নানা আলোচনা। তাঁরা কী খেতে ভালোবাসেন, কী পরতে ভালোবাসেন, শখের জিনিস কী, তাঁদের বাল্যকাল ইত্যাদি বিষয়ে রয়েছে জনসাধারণের ব্যাপক আগ্রহ। তাঁদের সম্পদ অর্জনের পন্থা, পছন্দের ভ্রমণ গন্তব্য থেকে শুরু করে সবই থাকে এই আগ্রহের মূলে। এই তো এ বছরের শুরুর দিকে একটি ফাস্ট ফুড দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে বিল গেটসের বার্গার অর্ডারের ছবি পুরো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে বেশির ভাগ সময় একই ধূসর রঙের টি শার্ট পরে থাকতে দেখা যায়। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, এটা তাকে কী কাপড় পরতে হবে এ নিয়ে দোটানা থেকে মুক্তি দেয়।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা নতুন মডেলের আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি নামীদামি গাড়ি ব্যবহার করবেন—এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। কারণ, তাঁরা চাইলেই বিশ্বের যেকোনো গাড়ি কেনার সামর্থ্য রাখেন। কিন্তু তাঁরা কি আসলেই দামি গাড়ি ব্যবহার করছেন? বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা কে কী ধরনের গাড়ি ব্যবহার করছেন তা দেখে নেওয়া যাক—
জেফ বেজোস: বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসের মোট সম্পত্তির পরিমাণ ১০৮ দশমিক ২ বিলিয়ন ডলার। তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানের ওপর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৯৪ সালে আমাজন প্রতিষ্ঠা করেন। এর আগে বিখ্যাত পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালে কাজ করেন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েও বেজোস বেশির ভাগ সময় হোন্ডা কোম্পানির অ্যাকোর্ড ২০১৩ মডেলের গাড়ি ব্যবহার করেন। গাড়িটির দাম মাত্র ২২ হাজার ডলার।
বিল গেটস: ১৯৮৭ সাল থেকে ফোর্বস তাদের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় বিল গেটসের নাম অন্তর্ভুক্ত করে আসছে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের বর্তমান সম্পত্তির পরিমাণ ১০৫ দশমিক ৫ বিলিয়ন ডলার। চাইলেই বিশ্বের যেকোনো গাড়ি কেনার সামর্থ্য রাখেন বিল গেটস। তেমন কিছু গাড়ি তাঁর রয়েছেও। তবে ফোর্ড ফোকাস কোম্পানির ২০০৮ মডেলের গাড়িই তাঁকে ব্যবহার করতে দেখা যায় বেশি, যার দাম মাত্র ১৫ হাজার ডলার।
ওয়ারেন বাফেট: বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারী বলা হয় ওয়ারেন বাফেটকে। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ৮২ বিলিয়ন ডলার। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে তিনি তাঁর সম্পত্তির ৯৯ শতাংশই দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। দশ বছর ধরে ক্যাডিলাক ডিটিএস মডেলের গাড়ি ব্যবহারের পর সম্প্রতি তিনি ক্যাডিলাক এক্সটিএস মডেলের গাড়ি কেনেন, যার দাম মাত্র ৪৫ হাজার মার্কিন ডলার। ফোর্বসকে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘বছরে আমি মাত্র ৩ হাজার ৫০০ মাইলের মতো গাড়ি ড্রাইভ করি। তাই দামি এবং ঘন ঘন নতুন গাড়ি কেনাটা আমার কাছে অর্থহীন।’
মার্ক জাকারবার্গ: ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে প্রায় সবাই চেনেন। সবচেয়ে কম বয়সে ফোর্বসের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় জায়গা করে নেন তিনি। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ৭৩ দশমিক ৬ বিলিয়ন ডলার। তিনি অ্যাক্যুরা টিএসএক্স মডেলের গাড়ি ব্যবহার করছেন, যার দাম মাত্র ৩০ হাজার ডলার।
ল্যারি পেজ: গুগলের সহপ্রতিষ্ঠাতা তিনি। বর্তমানে বিশ্বের নবম ধনী ব্যক্তি পেজ। বর্তমানে তিনি গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের সিইও। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৫ দশমিক ৮ বিলিয়ন ডলার। কিন্তু মাত্র ২৩ হাজার ডলারের টয়োটা কোম্পানির প্রিয়াস মডেলের গাড়ি ব্যবহার করেন তিনি।
সারজে ব্রিন: ল্যারি পেজের মতো তিনিও গুগলের সহপ্রতিষ্ঠাতা। রাশিয়ায় জন্ম নেওয়া ব্রিন বর্তমানে বিশ্বের দশম ধনী ব্যক্তি। বর্তমান সম্পত্তির পরিমাণ ৫৩ দশমিক ৮ বিলিয়ন ডলার। তিনিও টয়োটা কোম্পানির প্রিয়াস মডেলের গাড়ি ব্যবহার করতে সাচ্ছন্দ্যবোধ করেন।
স্টিভ বলমার: মাইক্রোসফটের সাবেক সিইও তিনি। বর্তমানে বিশ্বের ষোলোতম ধনী ব্যক্তি, যার সম্পত্তির পরিমাণ ৫১ দশমিক ৯ বিলিয়ন ডলার। তাঁকে ফোর্ড কোম্পানির ২০১০ মডেলের গাড়ি ব্যবহার করতে দেখা যায়, যার দাম মাত্র ২৮ হাজার ডলার।
মাইকেল ব্লুমবার্গ: রাজনীতিবিদ ও ব্যবসায়ী ব্লুমবার্গ বিশ্বের ১৭তম ধনী ব্যক্তি, যার বর্তমান সম্পত্তির পরিমাণ ৫১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। ২০০১ সাল থেকে পরপর তিন মেয়াদে তিনি নিউইয়র্ক শহরের মেয়রের দায়িত্ব পালন করেন। তাঁকে শেভরোলেট সাবআরবান মডেলের গাড়ি ব্যবহার করতে দেখা যায়, যার দাম মাত্র ৪০ হাজার ডলার।
জ্যাক মা: চীনা বিজনেস ম্যাগনেট জ্যাক মা আলিবাবা গ্রুপের সহপ্রতিষ্ঠাতা। চীনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক মার বর্তমান সম্পত্তির পরিমাণ ৪১ দশমিক ১ বিলিয়ন ডলার। চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েও জ্যাক মা ২২ হাজার ডলারের ২০১৮ সালের আরেক্সফাইভ এসইউভি মডেলের গাড়ি ব্যবহার করেন।
এলিস ওয়ালটন: বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী মহিলা এলিস। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ ৪৭ বিলিয়ন ডলার। উত্তরাধিকারসূত্রে তিনি ওয়ালমার্টের মালিক। তাঁর বাবা ফোর্ড কোম্পানির গাড়ি পছন্দ করতেন বলে তিনিও বাবার প্রতি সম্মান রেখে ফোর্ড কোম্পানির ২০০৬ সালের এফ-১৫০ কিং রেঞ্চ মডলের গাড়ি ব্যবহার করেন। গাড়িটির দাম মাত্র ৯ হাজার ডলার।