বিজয় মেলা, বর্ষপূর্তি ও ইংরেজি নববর্ষ উদ্যাপনে প্রস্তুতি সভা

মিশিগানে সিম্ফনি ক্লাবের উদ্যোগে বিজয় মেলা, ক্লাবের বর্ষপূর্তি ও ইংরেজি নববর্ষ উদ্‌যাপনের
উদ্দেশ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর ওয়ারেন সিটির একটি ভেন্যুতে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১১ সদস্যবিশিষ্ট একটি উদ্‌যাপন কমিটি গঠন করা হয়। ওয়ারেন সিটির বাংলাদেশি মালিকানাধীন ‘দেশি হল’-এ ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এ বিজয় মেলা, ক্লাবের বর্ষপূর্তি ও ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠান হবে।
অনুষ্ঠানে থাকছে শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষাবিষয়ক প্রতিযোগিতা, বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা, গীতিনাট্য, নারীদের অংশগ্রহণে নাটক, মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত কবিতা পাঠ, দর্শকের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, নৃত্যানুষ্ঠান, নিউইয়র্ক থেকে আগত শিল্পীর একক সংগীতানুষ্ঠান, র‌্যাফেল ড্র এবং রাত ১২টায় ইংরেজি নতুন বছর বরণ অনুষ্ঠান।
এ ছাড়া অনুষ্ঠানে আগত সবাইকে নৈশভোজে আপ্যায়িত করার সিদ্ধান্ত গৃহীত হয় সভায়।
আয়োজকদের পক্ষে বিজিত ধর জানান, ‘এই মাস বাঙালির বিজয়ের মাস। একটি স্বাধীন দেশের জন্য নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, ৩০ লাখ শহীদের আত্মদানসহ বিভিন্ন অবদান আমাদের পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য আমরা এবার কিছু উদ্যোগ নিয়েছি।
গত এক বছরে আমরা একাধিক অনুষ্ঠান করেছি, যা সুধীমহলে প্রশংসিত হয়েছে। সেসব অনুষ্ঠানে শিশু-কিশোর ও প্রবীণদের আমরা গুরুত্বসহ উপস্থাপন করেছি। আমাদের অনুষ্ঠানের বিশেষত্ব হলো, আলোচনার নামে দর্শকদের বিরক্তির উৎপাদন আমরা করি না।’