মিশিগানে ২৯ জানুয়ারি সরস্বতী পূজা

মিশিগানে ২৯ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের বিদ্যার দেবী সরস্বতীর পূজা উদ্‌যাপিত হবে। প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের বসন্ত পঞ্চমীর দিন এ পূজা অনুষ্ঠিত হয়। বিশুদ্ধ পঞ্জিকা মতে এবার পূজা হবে ২৯ জানুয়ারি।
ডেট্রয়েট দুর্গা মন্দিরে ২৯ জানুয়ারি পূজা অনুষ্ঠিত হবে। এতে থাকবে পূজা, অঞ্জলি, হাতেখড়ি, প্রসাদ বিতরণ ও আরতি।
মন্দিরের সাধারণ সম্পাদক নিতেশ সুত্রধর জানান, ভক্তদের সুবিধার্থে ২ ফেব্রুয়ারি আবার পূজা অনুষ্ঠিত হবে। এদিন যথারীতি পূজা, অঞ্জলি, হাতেখড়ি, প্রসাদ বিতরণ, আরতি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ওয়ারেন সিটির কালী মন্দিরে ২৯ জানুয়ারি সরস্বতী পূজা এবং ২ ফেব্রুয়ারি পূজা সেলিব্রেশন করা হবে।
বিচিত্রার এবারের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে ট্রয় সিটির ভারতীয় টেম্পলে আগামী ১ ফেব্রুয়ারি।
বিচিত্রা ইন্‌ক-এর পূজা অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি ফ্রেঙ্কলিন সিটির ফেঙ্কলিন চার্চে।
পশ্চিম মিশিগান বঙ্গীয় সাংস্কৃতিক সংঘ ১ ফেব্রুয়ারি ওয়েস্ট মিশিগান হিন্দু টেম্পলে সরস্বতী পূজা উদ্‌যাপন করবে।