নিউজার্সিতে মাইকে আজানের অনুমতি

নিউজার্সি অঙ্গরাজ্যের পেটারসন নগরে নামাজের জন্য মসজিদে মাইকে লাউড স্পিকারের মাধ্যমের আজান দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ২৫ ফেব্রুয়ারি পেটারসন কাউন্সিল সকাল ৬টা থেকে রাত ১০টার ভেতর মাইক ব্যবহার করে আজান দেওয়ার অনুমতি দিয়েছে। অবশ্য এ বিষয়ে অঙ্গরাজ্যের বাসিন্দাদের ভোট নেওয়া হবে বলেও জানিয়েছেন পিটারসনের মেয়র আন্দ্রে সায়েগ। 

মেয়র আন্দ্রে সায়েগ বলেন, ‘মসজিদে আজানের বিষয়টি কাউন্সিল বিবেচনা করলেও এটি একটি সর্বজনীন আলোচনার বিষয়। আমি জনগণের কাছ থেকে সবাইকে এই আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানাতে চাই। এ বিষয়ে সবার মতামত শোনা দরকার।’ তিনি আরও বলেন, ‘আমি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু বিষয়টি নিয়ে জনসাধারণ কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চাইতে পারে, তাই তাদের মতামতও শুনতে চাই।’
শহরটির মুসলিম বাসিন্দাদের মতে, এটি খ্রিস্টান সম্প্রদায়ের গির্জার ঘণ্টার মতোই। যদি সেটির অনুমতি থাকে, তাহলে অবশ্যই আজানের অনুমতি থাকতে হবে।’
পেটারসনের বাসিন্দা ইসান অ্যাল্টন বলেন, ‘আমি বিশ্বাস করি, এটি মুসলিম সম্প্রদায়ের পক্ষে মঙ্গলজনক হবে। কারণ, শনিবার বা রোববার লোকেরা গির্জায় আহ্বানের জন্য ঘণ্টা বাজায়। যেটি কোনো সমস্যা মনে করা হয় না। অতএব মাইকে আজান দেওয়ায় কোনো সমস্যা হওয়া উচিত নয়।’
নিউজার্সির আমেরিকান ইসলামিক রিলেশনস কাউন্সিলের প্রতিনিধি বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ‘আমরা এমন প্রশংসনীয় উদ্যোগের জন্য পেটারসনের কর্মকর্তাদের সাধুবাদ জানাই। এ ধরনের মুক্ত মনোভাব আমাদের বিভিন্ন সম্প্রদায়ের বাসিন্দাদের ভেতর শান্তি ও ভ্রাতৃত্ব বজায় থাকবে।
পেটারসনের বেশির ভাগ বাসিন্দা এই পরিবর্তনের পক্ষে রয়েছেন বলে জানা গেছে। তবে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘সন্ধ্যা থেকে রাত ও ভোরের দিকে আজানের শব্দে মানুষের সমস্যা হতে পারে।’