দিল্লিতে সহিংসতার প্রতিবাদ নিউইয়র্কে

ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর নির্যাতন ও সহিংসতার প্রতিবাদ জানিয়েছে নিউইয়র্কের আলেম সমাজ। আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ এবং ওলামা সোসাইটি ইউএসএ ১০ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায়।
সংগঠনের স্থায়ী কমিটির সভাপতি আল্লামা জালাল সিদ্দিক ও সাধারণ সম্পাদক মাওলানা এম আবদুন নুর সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ভারতে ধর্মান্ধতা, সাম্প্রদায়িক সহিংসতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। দিল্লিসহ বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর নির্যাতন, সহিংসতা ও মসজিদ ভাঙচুরের মতো বর্বরোচিত ঘটনায় বিশ্ববাসী হতবাক। অথচ ভারতের সংবিধান অসাম্প্রদায়িক চেতনার। সেখানে সব জাতি-গোষ্ঠীর প্রতি সমান দৃষ্টি রাখার কথা বলা হয়েছে।