বাংলা সংবাদের উদ্যোগে আদমশুমারির গুরুত্ববিষয়ক গোলটেবিল বৈঠক

গোলটেবিল বৈঠকে আগত অতিথিরা।
গোলটেবিল বৈঠকে আগত অতিথিরা।

মিশিগান থেকে প্রকাশিত ‘বাংলা সংবাদ’ পত্রিকার উদ্যোগে আদমশুমারির গুরুত্ব বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ স্টার্লিং হাইটস সিটির এক রেস্তোরাঁয় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
গোলটেবিল বৈঠকে বাংলা সংবাদের সম্পাদক ও প্রকাশক ইকবাল ফেরদৌস আদমশুমারির ওপর নাতিদীর্ঘ বক্তব্য রাখেন। এর পর উপস্থিত সুধীজনেরা এ বিষয়ের ওপর আলোকপাত করেন। বৈঠকে উপস্থিত ছিলেন মিশিগানের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। প্রায় ৫০টি সংগঠনের নেতারা এতে যোগ দেন।
বাংলা সংবাদ পত্রিকার পক্ষ থেকে উপস্থিত সবাইকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়। পত্রিকাটির সম্পাদক সবাইকে বৈঠকে যোগ দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ইকবাল ফেরদৌস বলেন, ভবিষ্যতে বাঙালি কমিউনিটির উন্নয়ন ও সাহায্যে এ ধরনের আরও আয়োজন করা হবে। এ ছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আদমশুমারি নিয়ে বাংলা সংবাদ ক্রোড়পত্র প্রকাশের পাশাপাশি একটি টিভি অনুষ্ঠানও নির্মাণ করবে।