নিউইয়র্কে এক দিনে রেকর্ডসংখ্যক মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষের প্রাণ গেছে নিউইয়র্কে। আক্রান্তের সংখ্যাও সেখানে বেশি। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষের প্রাণ গেছে নিউইয়র্কে। আক্রান্তের সংখ্যাও সেখানে বেশি। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক দিনে রেকর্ডসংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। রোববার আল–জাজিরা অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় নিউইয়র্কে ৬৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬৫।

নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে ১ লাখ ১৩ হাজার ৭০৪ হয়েছে।

নিউইয়র্কের করোনা পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে সতর্ক করেছেন অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো।

শনিবার নিয়মিত ব্রিফিংয়ে নিউইয়র্কের গভর্নর বলেন, ৪ থেকে ১৪ দিনের মধ্যে অঙ্গরাজ্যে করোনার সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে।

অ্যান্ড্রু কুমো বলেন, অঙ্গরাজ্যে জরুরি ভিত্তিতে ভেন্টিলেটর দরকার। তারা ভেন্টিলেটর পাওয়ার জোর চেষ্টা চালাচ্ছেন।

উপহার হিসেবে চীনের পাঠানো এক হাজার ভেন্টিলেটর শনিবার নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে এসে পৌঁছায়। সংকটকালে এই উপহার পাঠানোর জন্য চীনা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষের প্রাণ গেছে নিউইয়র্কে। আক্রান্তের সংখ্যাও সেখানে বেশি।