যুক্তরাষ্ট্র প্রথম দেশ, যেখানে এক দিনে করোনায় ২ হাজারের বেশি মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিশ্বে যুক্তরাষ্ট্রই প্রথম দেশ, যেখানে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই হাজারের বেশি মানুষ মারা গেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রে রেকর্ডসংখ্যক এই মৃত্যুর ঘটনা ঘটে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ১০৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে।

এএফপির খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ১৮ হাজার ৫৮৬ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা ইতালির মৃত্যুহারের কাছাকাছি। ইতালিতে ১৮ হাজার ৮৪৯ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত মানুষের সংখ্যা ৫০ হাজারের বেশি ছাড়িয়েছে। জনস হপকিন্সের আজ শনিবার সকালের তথ্য অনুযায়ী, এই সংখ্যা ৫ লাখ ১ হাজার ৩০১ জন। ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।