কয়সর আহমদের ইন্তেকাল

কয়সর আহমদ
কয়সর আহমদ

কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় মারা গেছেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কয়সর আহমদ(৭৭)।

ষাটের দশকের শুরুতে মৌলভীবাজার শহর সংলগ্ন উত্তর মুলাইম থেকে নিউইয়র্কে আসা অভিবাসী পরিবারের সফল রেস্টুরেন্ট ব্যবসায়ী ও সমাজ সংগঠক কয়সর আহমদের মালিকানাধীন রেস্তোরাঁ রয়েল ইন্ডিয়ান ছিল অনেক নবাগত অভিবাসীদের প্রাথমিক পা রাখার স্থান।

এ ছাড়া ম্যানহাটনের ইন্ডিয়ান রেস্তোরাঁ পাড়ায় দি তাজ নামে আরেকটি প্রতিষ্ঠানে অংশীদারত্ব ছিল। ম্যানহাটনের মদিনা মসজিদ স্থাপনে প্রথম উদ্যোক্তাদের মধ্যে কয়সর আহমদ ছিলেন অন্যতম।

এ ছাড়া অনেক নবাগত অভিবাসীদের কাজের সংস্থানসহ অন্যান্য আইনি সহায়তায় ছিলেন সদা নিবেদিত। মৌলভীবাজার জনকল্যাণ সংস্থার উপদেষ্টা হিসেবে সংস্থার সব ভালো উদ্যোগে নিয়মিত সংযুক্ত রাখতেন। মৃত্যুকালে ৬ মেয়েসহ নিকট স্বজন ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন এই সদা উপকারী সমাজসেবক কয়সর আহমদ।

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান কয়সরের মৃত্যুতে পরিবারের সদস্যেদের প্রতি শোক জ্ঞাপন করেন।