নিউইয়র্কে ৩০টি কবরের স্থান কিনছেন কাজী নয়ন

কাজী আশরাফ হোসেন নয়ন।
কাজী আশরাফ হোসেন নয়ন।

করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের এই সময় অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। এ সময় নিউইয়র্কে মৃত ব্যক্তিকে কবর দেওয়ার ক্ষেত্রে সংকট সৃষ্টি হয়েছে। বর্তমানে ও ভবিষ্যতে যেন এই সংকটে কিছুটা সহায়তা করতে পারেন এ কারণে ব্যক্তিগত উদ্যোগে ৩০টি কবরের স্থান কেনার সিদ্ধান্ত নিয়েছেন মিরসরাই সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন।

কাজী আশরাফ হোসেন নয়ন বলেন, নিউইয়র্কের লং আইল্যান্ড বা নিউজার্সিতে কবরের জায়গা কেনার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। ভবিষ্যতে আমেরিকাপ্রবাসী ও তাঁর নিজ উপজেলা মিরসরাইবাসীর প্রয়োজনে যে কেউ এ কবর ব্যবহার করতে পারবেন। কবরের স্থান কেনা-বেচায় যাঁরা সহযোগিতা করছেন, তাঁদের যোগাযোগ করতে তিনি অনুরোধ জানান।