ফ্লয়েড হত্যার প্রতিবাদে স্ট্যাটেন আইল্যান্ডে বিশাল সমাবেশ

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে আমেরিকাজুড়ে চলা বিক্ষোভ ক্রমেই বাড়ছে। ছবি: রয়টার্স
জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে আমেরিকাজুড়ে চলা বিক্ষোভ ক্রমেই বাড়ছে। ছবি: রয়টার্স

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে আমেরিকাজুড়ে চলা বিক্ষোভ ক্রমেই বাড়ছে। নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে সাম্প্রতিক সময়ে এর প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। হাজারো নাগরিকের শান্তিপূর্ণ বিক্ষোভে শান্ত এলাকাটি উত্তাল হয়ে ওঠে। ৫ জুন নিউড্রপের এনওয়াইপিডি স্টেশন হাউসের সামনের রাস্তায় জড়ো হয়ে সমাবেশ করেছেন বিক্ষোভকারীরা।

এনওয়াইপিডির পুলিশ সদস্যরা সমবেত জনতার সামনে ও দুপাশে ব্যারিকেড দেয়। পাশাপাশি টারগি স্ট্রিট, রিচমন্ড রোড, পুরোনো টাউন রোড এবং হিলান বুলেভার্ডের ট্রাফিক বন্ধ করে দেয়। এতে টটেনভিলের আশপাশ থেকে স্টেশন হাউস পর্যন্ত অবরুদ্ধ হয়ে পড়ে।

বিক্ষোভ মিছিলটি শুরু হয় দুই শতাধিক মানুষ দিয়ে। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। স্ট্যাটোন আইল্যান্ডের মেরিনার্স হার্বারের ২৪ বছর বয়সী তরুণ নেতা মাইক এনিমডি এ সমাবেশের সংগঠক। তিনি বলেন, ‘আজকের দিনের থিমটি হলো “ঐক্য ও সম্প্রদায়”। স্ট্যাটেন আইল্যান্ডের জনগণকে বোঝাতে চেষ্টা করছি এবং ছড়িয়ে দিতে চাচ্ছি যে এখানে পুলিশ ও সম্প্রদায়ের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। আমরা আমাদের কমিউনিটির জনগণকে সচেতন করে চেষ্টা করব এ বিষয়ে পরিবর্তন আনার জন্য।’

বিক্ষোভে অংশগ্রহণকারী লোকজন বেলা ১১টার কিছু পর থেকে টার্গি স্ট্রিটে জড়ো হতে থাকেন। দুপুরের দিকে মিছিল শুরু হয়ে এক ঘণ্টার মধ্যে তা স্টেশন হাউসে পৌঁছায়। প্রতিবাদে অংশ নেওয়া এক নারী বলেন, ‘এখানে সবাই প্রায় তরুণ। তারা বর্তমান ও ভবিষ্যতে জাতির কর্ণধার। সব রংয়ের মানুষ এখানে আছে যেমন কালো, সাদা, বাদামি ও হলুদ। তারা সবাই ন্যায়বিচার চায়।’