ট্রাম্পের টুইট আবার ঢেকে দিল টুইটার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট আবারও সতর্কবার্তা দিয়ে ঢেকে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। বিক্ষোভকারীদের হুমকি দিয়ে গত মঙ্গলবার টুইটটি করেছিলেন ট্রাম্প। এরপরই সেটা সতর্কবার্তা দিয়ে ঢেকে দেয় সামাজিক যোগাযোগমাধ্যমটি।

এর আগে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়োপোলিসে পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের হুমকি দিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘লুটপাট চালালে গুলি শুরু হবে’। টুইটটি সহিংসতায় উসকানিমূলক উল্লেখ করে টুইটার কর্তৃপক্ষ সেটি সতর্কবার্তা দিয়ে ঢেকে দিয়েছিল। এবারের টুইটে ট্রাম্প লেখেন, ‘আমি যত দিন প্রেসিডেন্ট আছি, তত দিন ওয়াশিংটন ডিসিতে কোনো “স্বায়ত্তশাসিত অঞ্চল” থাকবে না। কেউ যদি চেষ্টা করে, তাহলে ব্যাপক বলপ্রয়োগের মাধ্যমে তাদের প্রতিহত করা হবে।’ এই টুইটের ভাষাকে নিজেদের ‘আক্রমণাত্মক আচরণ নীতির’ পরিপন্থী হিসেবে অভিহিত করেছে টুইটার কর্তৃপক্ষ।