কামাল লোহানীর মৃত্যুতে প্রোগ্রেসিভ ফোরামের শোক

ভাষা সংগ্রামী, বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব খ্যাতিমান সাংবাদিক ও মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা বিভাগের প্রধান কামাল লোহানীর মৃত্যুতে প্রোগ্রেসিভ ফোরাম ইউএসএর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

প্রোগ্রেসিভ ফোরাম ইউএসএর সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলীম উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রয়াত কামাল লোহানীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সব প্রগতিশীল আন্দোলনে কামাল লোহানীর মতো নিবেদিত মানুষ খুব কম ছিলেন। তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, ছায়ানট, ক্রান্তি শিল্পী গোষ্ঠীর মতো সাংস্কৃতিক সংগঠনের। প্রোগ্রেসিভ ফোরাম ইউএসএ বাঙালি জাতির এই সূর্য সন্তানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।