কুইন্সে হচ্ছে আমাজনের ডেলিভারি স্টেশন

নিউইয়র্কের কুইন্সে বহুজাতিক কোম্পানি আমাজনের ডেলিভারির জন্য নতুন একটি স্থাপনা নির্মাণ করা হবে। এতে কয়েক শ স্থানীয় মানুষের চাকরির সুযোগ হবে বলে আমাজনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এক বছর আগে স্থানীয়দের প্রতিবাদের মুখে নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে আমাজনের দ্বিতীয় সদর দপ্তর স্থাপনের পরিকল্পনা বাতিল করতে হয় প্রতিষ্ঠানটিকে। এখন আবার কুইন্সে তাদের একটি ডেলিভারি স্টেশন স্থাপনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

কুইন্সের ঠিক কোন এলাকায় এবং কখন এই ডেলিভারি স্টেশন নির্মাণ করা হবে তা এখনো প্রকাশ করা হয়নি। তবে কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, আশা করা যায়, এতে কয়েক শ লোকের ফুল-টাইম কর্মসংস্থান হবে।

আমাজনের ওই মুখপাত্র বলেন, নিউইয়র্কে একটি নতুন ডেলিভারি স্টেশন নির্মাণ করে এ অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধি করতে পেরে আমরা আনন্দিত। এতে আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে ডেলিভারি দেওয়া সম্ভব হবে এবং স্থানীয় বহু মেধাবী মানুষের চাকরি হবে। মূল স্থাপনাটি প্রায় এক লাখ ২০ হাজার বর্গফুটের হবে। পার্কিংয়ের ব্যবস্থাসহ স্টেশনটির মোট আয়তন হবে এক মিলিয়ন বর্গফুট।