আমেরিকায় এক দিনে করোনার সর্বোচ্চ সংক্রমণ

আমেরিকার অনেক রাজ্যের প্রায় সবকিছু আবার চালু হওয়ায় বার ও রেস্টুরেন্টে মানুষের ভিড় বেড়েছে। আর এ থেকেই নতুন করে মানুষ সংক্রমিত হচ্ছে। অস্টিন, টেক্সাস। ছবি: রয়টার্স
আমেরিকার অনেক রাজ্যের প্রায় সবকিছু আবার চালু হওয়ায় বার ও রেস্টুরেন্টে মানুষের ভিড় বেড়েছে। আর এ থেকেই নতুন করে মানুষ সংক্রমিত হচ্ছে। অস্টিন, টেক্সাস। ছবি: রয়টার্স

আমেরিকায় করোনাভাইরাস পরিস্থিতি আবারও দিনদিন নাজুক হয়ে উঠছে। দেশটিতে ১ জুলাই এক দিনে ৫০ হাজার ২০৩ জন মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। করোনায় সংক্রমিত হওয়ার এই সংখ্যা এক দিনে সর্বোচ্চ। এর আগে ২৬ জুন এক দিনে সর্বোচ্চসংখ্যক মানুষ করোনায় সংক্রমিত হয়েছিলেন। করোনায় সংক্রমিত মানুষের ওই সংখ্যা ছিল ৪৫ হাজার ২৫৫ জন। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যের বরাত দিয়ে সিএনএন এই প্রতিবেদন প্রকাশ করেছে। 

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, আমেরিকায় এখন পর্যন্ত ২৬ লাখ ৮৫ হাজারেরও বেশি মানুষের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আর করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজারেরও বেশি মানুষের।
প্রতিবেদনে বলা হয়, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা, টেনেসি ও টেক্সাস—আমেরিকার এই ৫টি অঙ্গরাজ্যেও ১ জুলাই করোনার সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে। জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ায় এদিন ৯ হাজার ৭৪০ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যাটি ছিল ৫ হাজার ৮৯৮ জন।
রাজ্যের তথ্যকেন্দ্রের মুখপাত্র আলী বে বলেন, নতুন করে আবার করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অনেক রাজ্য পুনরায় খোলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে। অনেক স্থানে বিধিনিষেধ আবার কড়াকড়ি করা হয়েছে।
ক্যালফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ঘোষণা দিয়েছেন, রাজ্যের বার ও পাব খাবার সরবরাহ করতে পারবে না। আর রেস্টুরেন্টে কেউ বসে খেতে পারবে না। কেবল সেখান থেকে খাবার কেনা যাবে। অন্তত তিন সপ্তাহের জন্য এই কড়াকড়ি থাকবে। কারণ রাজ্যে উদ্বেগজনক হারে করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় শুধু যে ক্যালিফোর্নিয়ায় কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নয়। মিশিগানেও প্রায় একই বিধিনিষেধ জারি করা হয়েছে। রাজ্যের প্রত্যন্ত এলাকাতেও বার ইনডোর সার্ভিস বন্ধ ঘোষণা করেছেন গভর্নর গ্রিচেন হুইটমার। এ ছাড়া পেনসিলভানিয়া ও ওরেগন রাজ্যের নাগরিকদের নাক-মুখ ঢেকে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

টেক্সাসে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় টেস্ট করানো মানুষের সংখ্যাও বেড়ে গেছে। সড়কে গাড়িতে বসেই নমুনা দিচ্ছেন একজন নারী। অস্টিন, টেক্সাস। ছবি: রয়টার্স
টেক্সাসে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় টেস্ট করানো মানুষের সংখ্যাও বেড়ে গেছে। সড়কে গাড়িতে বসেই নমুনা দিচ্ছেন একজন নারী। অস্টিন, টেক্সাস। ছবি: রয়টার্স

প্রতিবেদনে বলা হয়, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আমেরিকার অন্তত ২৩টি অঙ্গরাজ্য নতুন করে সবকিছু ভাবছে। রাজ্যগুলোতে আবার সব চালু করার পরিকল্পনা স্থগিত করা হয়েছে।
বোস্টন মেডিকেল সেন্টারের সংক্রামক রোগবিশেষজ্ঞ জসুয়া বারোকাস ১ জুলাই ইনফেকশাস ডিজিজ সোসাইটি অব আমেরিকার এক ব্রিফিংয়ে বলেছেন, গত সপ্তাহ থেকে আমেরিকার ৩৭টি অঙ্গরাজ্যে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। কেবল নিউজার্সি ও রোড আইল্যান্ডের সংক্রমণ একটু কমছে। তবে ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের পরে সারা দেশে এই সংক্রমণের মাত্রা আরও অনেক গুণ বেড়ে যাবে।