মিসিং দ্য বিট!

কোভিড-১৯ মহামারি। মধ্য মার্চ থেকে মে মাস ঝংকারের নগর নিউইয়র্ক স্থবির হয়ে পড়েছিল। লকডাউনে ঘরে থাকা বাধ্যতামূলক হয়ে পড়ে। বিপন্ন মানুষের উৎকণ্ঠা আর আতঙ্কের সময়টা।

জীবনে সেই আকস্মিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিউইয়র্ক নগরসহ কোলাহলও অদৃশ্য হয়ে পড়ে। প্রতিদিন যে নগরে লাখো মানুষের যাতায়াত হয় সাবওয়ে বা পাতাল রেলের মাধ্যমে, সেটি স্তব্ধ হয়ে পড়েছে করোনায়। নিউইয়র্কের সাবওয়েতে মিউজিয়াশনরা গান করেন। এই মিউজিশিয়ানদের নিয়ে উপন্যাস হয়, চলচ্চিত্র হয়। বিশ্বের নিত্য কোলাহলের নগরের প্রাণ এসব সাবওয়ে মিউজিশিয়ান। প্রথম আলো উত্তর আমেরিকার ফটোগ্রাফার হৃদয় অনির্বাণ খন্দকার ছবিগুলো ধারণ করেছেন নিউইয়র্ক লকডাউন শুরুর আগেই।