ট্রিপল এ ফাউন্ডেশন ও রাজা কমিউনিটি সেন্টারের ফোর্থ জুলাই উদ্যাপন

আমেরিকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ট্রিপল এ ফাউন্ডেশন ও রাজা কমিউনিটি সেন্টারের নেতা-কর্মীদের সঙ্গে অতিথিরা
আমেরিকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ট্রিপল এ ফাউন্ডেশন ও রাজা কমিউনিটি সেন্টারের নেতা-কর্মীদের সঙ্গে অতিথিরা

নিউইয়র্কের ব্রুকলিনের কোনি আইল্যান্ড অ্যাভিনিউতে আমেরিকার স্বাধীনতা দিবস উদ্‌যাপিত হয়েছে। অল এশিয়ান আমেরিকান ফাউন্ডেশন (ট্রিপল এ ফাউন্ডেশন) ও রাজা কমিউনিটি সেন্টারের উদ্যোগে এ উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়।
রাজা কমিউনিটি সেন্টারের রাজা, ট্রিপল এ ফাউন্ডেশনের সভাপতি কাজী আজম, ভাইস প্রেসিডেন্ট ইয়াসির খান, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ অনুষ্ঠানের সমন্বয়ের কাজটি করেন। অনুষ্ঠানে ব্রুকলিনের বরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামস, কাউন্সিলম্যান ম্যাথিও ইউজিন, বিচারক এলেনা ব্যারন, কেনেডি ছাড়াও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ব্রুকলিন সাউথ চিফ কন রয়, ডেপুটি চিফ সৌল, চ্যাপলিন চিফ ইন্সপেক্টর ইমাম তাহের, ক্যাপ্টেন আদেল রানা, ক্যাপ্টেন নূর, ৬৬ প্রিসিঙ্কট নেইবারহুড কো-অর্ডিনেটর সার্জেন্ট জেসান তাকি, কমিউনিটি অ্যাফেয়ার্স ব্রুকলিন বরো সার্জেন্ট এরশাদ সিদ্দিক, কমিউনিটি অ্যাফেয়ার্স ৬৬ প্রিসিঙ্কট অফিসার টমাস কোকলা, কমিউনিটি অ্যাফেয়ার্স ৭০ প্রিসিঙ্কটের নোজি, কমিউনিটি অ্যাফেয়ার্স সায়মা আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, আহসান উল্লাহ বাচ্চু, মোহাম্মদ মুরসালিন, কামাল উদ্দিন, আবু নাহিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাচ্চাদের ফেস পেইন্ট, ম্যাজিক শো, এনিমেল বেলুনসহ নানা চমকপ্রদ আয়োজন ছিল। পরে উপস্থিত সবাইকে বারবিকিউ চিকেন পরিবেশন করা হয়। সব শেষে মার্ক হোম কেয়ারের সৌজন্যে কেক কেটে আমেরিকার স্বাধীনতা দিবস উদ্‌যাপন করা হয়।