দুস্থদের মধ্যে মাস্ক ও খাবার বিতরণ

সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও খাবার বিতরণ করে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট, নিউইয়র্ক
সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও খাবার বিতরণ করে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট, নিউইয়র্ক

নিউইয়র্কে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট, নিউইয়র্ক ১১ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসের স্থানীয় মসজিদ প্রাঙ্গণে কুইন্স বরো প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাওয়া খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করে সংগঠনটি।

খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট, নিউইয়র্কের প্রেসিডেন্ট শাহ্ শহীদুল হক বলেন, ‘মানবতা আমার অহংকার এবং স্বাধীনতা আমার অধিকার। আমাদের মানবাধিকার কার্যাবলি দুস্থ ও নিপীড়িত মানুষের জন্য অব্যাহত ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সকল দুর্যোগ আমরা মোকাবিলা করব।’ তিনি বলেন, ‘আমেরিকা আজ হিংসার ছায়া। এ থেকে আমাদের মুক্তি পেতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, এটিএন বাংলার নিউজ কাস্টার কানু দত্ত, জ্যাকসন হাইটস মুসলিম সেন্টারের ইমাম মোহাম্মদ আব্দুস সাদিক, দেলওয়ার হোসেন, কমিউনিটির বিশিষ্ট নেতা নাজমুল আলম, নজরুল ইসলাম প্রমুখ।