মিশিগানে বেকার ভাতার ২০ লাখ ডলার আত্মসাৎ কর্মীর

প্রতারণার মাধ্যমে ২০ লাখ ডলার সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের বেকার বীমা সংস্থার এক নারী কর্মীর বিরুদ্ধে। ছবি: মিশিগানের সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া
প্রতারণার মাধ্যমে ২০ লাখ ডলার সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের বেকার বীমা সংস্থার এক নারী কর্মীর বিরুদ্ধে। ছবি: মিশিগানের সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রতারণার মাধ্যমে ২০ লাখ ডলার সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের বেকার বিমা সংস্থার এক নারী কর্মীর বিরুদ্ধে। মার্কিন অ্যাটর্নি জেনারেল ম্যাথু স্নাইডার এই তথ্য জানিয়েছেন। ব্র্যান্ডি হকিন্স (৩৯) নামের ওই কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ডেট্রয়েটের ইউএস অ্যাটর্নি অফিস থেকে মিশিগান বেকার বিমা সংস্থার কয়েক মিলিয়ন ডলার প্রতারণার মূল পরিকল্পনাকারী হিসেবে ব্র্যান্ডি হকিন্সের ওপর অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, চলতি এপ্রিল মাসে হকিন্সকে রাজ্যের বেকার বিমা সংস্থায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। ১৭ জুন তাঁকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। রাজ্যের জালিয়াতি তদন্ত ইউনিট হকিন্সের ব্যবহারকারী অ্যাকাউন্টের নিরীক্ষণ লগগুলি পর্যালোচনা করে জানতে পেরেছে, তিনি চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পরও রাষ্ট্রীয় সফটওয়্যারে অ্যাকসেস অব্যাহত রেখেছিলেন। আর এভাবেই জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন।

তদন্তকারী সংস্থা জানিয়েছে, হকিন্স দুই মিলিয়ন ডলার জালিয়াতি করেছেন। ফেডারেল এজেন্ট ডেট্রয়েটে হকিন্সের বাসায় তল্লাশি অভিযান চালিয়ে দুই লাখ ডলার ও অসংখ্য বিলাসবহুল জিনিস পেয়েছে।

অ্যাটর্নি ম্যাথু স্নাইডার বলেন, ‘করোনাকালে বেকারদের এই অর্থ পাওয়ার কথা। এই অর্থ জনগণের। কোভিড-১৯ মহামারিতে যারা এ ধরনের ঘৃণিত কাজ করবেন, জনস্বার্থে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমার অফিস প্রতিজ্ঞাবদ্ধ।’ তিনি আরও বলেন, বাকি মিলিয়ন ডলার কোথায় গেল, সে বিষয়ে ফেডারেল তদন্ত চলছে।

মিশিগানে এখনো কয়েক হাজার মানুষ তাদের বেকার ভাতার অর্থ পায়নি।