কুইন্স কলেজে টান্সফোটেক দেবে আইটি প্রশিক্ষণ

কুইন্স কলেজের অফিশিয়াল পার্টনার হিসেবে শিক্ষার্থীদের নিয়মিত আইটি প্রশিক্ষণ দেবে বাংলাদেশি মালিকানাধীন আইটি প্রশিক্ষণ সেন্টার ট্রান্সফোটেক একাডেমি। সফলভাবে তিন দিনের প্রশিক্ষণ সম্পন্নের পর এখন প্রতিষ্ঠানটি এ প্রশিক্ষণ নিয়মিতভাবে দেবে।

ট্রান্সফোটেকের সিইও গালিব রহমান বলেন, ‘এটি আমাদের জন্য বড় ধরনের সাফল্য। একটি কলেজের সঙ্গে কাজ করা অনেক বড় বিষয়।’

৬ জুলাই ফ্রি প্রশিক্ষণ ক্লাসে কুইন্স কলেজের ১০৮ জন শিক্ষার্থী অংশ নেন। ট্রান্সফোটেক একাডেমির ছয়জন প্রশিক্ষক দ্বারা এ প্রশিক্ষণ দেওয়া হয়। এখন নিয়মিত যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে তাতে কিউএ ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, ক্লাউড ইঞ্জিনিয়ারিং প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

ট্রান্সফোটেক একাডেমি কোভিড-১৯ এ ভার্চ্যুয়াল ছয়টি আইটি প্রশিক্ষণ ক্লাস সম্পন্ন করেছে। প্রতি ক্লাসে প্রায় ৩০ জন শিক্ষার্থীর প্রশিক্ষণ দেওয়া হয়। বিনা মূল্যের এসব প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের একজন যোগ্য আইটি ব্যক্তি গড়ে তোলাই মূল লক্ষ্য। এ ছাড়া ট্রান্সফোটেকের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রান্সফোটেক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের চাকরি পেতেও সহায়তা করছে।

গ্লোবাল ট্রান্সফোটেক আমেরিকার বিখ্যাত জব কোম্পানি ডেলোয়েট, আইবিএম, একচেঞ্জারসহ একাধিক প্রতিষ্ঠানের সহযোগী হয়ে কাজ করছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েক শ বাংলাদেশির চাকরির ব্যবস্থা করেছে তারা।

ভবিষ্যতে গ্লোবাল ট্রান্সফোটেকের মাধ্যমে বাংলাদেশ, সিঙ্গাপুর ও আমেরিকার বিভিন্ন অঞ্চলে আইটি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে। এ ছাড়া বাংলাদেশের উদ্যোক্তাদের বানানো সফটওয়্যার আমেরিকায় মার্কেটিং ও আমেরিকার সফটওয়্যার বাংলাদেশে মার্কেটিং করার যোগসূত্র স্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ট্রান্সফোটেক পরিচালক আশরাফ সিদ্দিকী, রেজওয়ান বশির, আবদুল রহমান, মোজেজা আশরাফ মোনালিসা।