ফাহিম সালেহ স্মরণে ভার্চ্যুয়াল প্রার্থনা সভা

বাংলাদেশের রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ স্মরণে ভার্চ্যুয়াল প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই বাদ আসর নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এই সভার আয়োজন করেন। এর মূল আয়োজক ছিলেন নাসির আলী খান।
আয়োজক নাসির আলী খান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ফাহিম সালেহ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া সাবেক ব্যক্তিগত সহকারী টাইরেস ডেঁভো হ্যাসপিলের বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রি খুনের অভিযোগ আনা হয়েছে। এটা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না।
প্রার্থনা সভায় মোনাজাত পরিচালনার আগে মোহাম্মদী সেন্টারের পরিচালক ইমাম কাজী কায়্যূম বলেন, হ্যাসপিলকে দ্বিতীয় ডিগ্রির খুনে দোষী করা মানে ফাহিম সালেহর পরিবারের প্রতি জঘন্য অবিচার করার শামিল।
রাসির আলী খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে যোগদানকারী নিউইয়র্ক সিটি মেয়র প্রার্থী ও ব্রুকলিন বরো প্রেসিডেন্ট এরিক অ্যাডাম এবং নিউইয়র্ক স্টেট ডিস্ট্রিক্ট ২৪-এর অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিনকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানান। এ সময় তাঁরা সর্বতোভাবে চেষ্টার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রার্থনা সভাটি মূলধারা ও সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে জুম প্রোগ্রামে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট কাজী আজম, বাংলাদেশ সোসাইটি প্রতিনিধি আবদুর রহীম হাওলাদার প্রমুখ।
মুসলিম কমিউনিটি ফোরামের পরিচালক জুহায়েব চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে ফাহিম সালেহর আত্মার শান্তি কামনা ও কোভিড-১৯ এর শিকার হয়ে মৃত্যু হওয়া সবার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম কাজী কায়্যূম। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তিলাওয়াত করেন নিউইয়র্কের ক্বারি সায়্যিদ মুসতানজিদ বিল্লাহ রাব্বানী। বিজ্ঞপ্তি।