করোনায় মৃত বাংলাদেশিদের সহায়তার চেক হস্তান্তর

৯ আগস্ট জ্যাকসন হাইটসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়
৯ আগস্ট জ্যাকসন হাইটসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আমেরিকায় মৃত্যু হওয়া বাংলাদেশিদের পরিবারকে ৫০০ ডলার করে আর্থিক সহায়তা দিয়েছে নিউইয়র্কের জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন। ৯ আগস্ট জ্যাকসন হাইটসের ব্রডওয়েতে জাকির এইচ চৌধুরীর ইয়র্ক হোল্ডিং এলএলসির কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়। যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী নিজের নামে গত বছর ‘জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন।
অনুষ্ঠানে জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাকির এইচ চৌধুরী বলেন, মানুষ মানুষের জন্য, এ স্লোগানকে ছাত্রাবস্থা থেকে বিশ্বাস করি। যখনই সুযোগ এসেছে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। করোনা মহামারির সময় প্রবাসে এবং দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।’
জাকির এইচ চৌধুরী আরও বলেন, ‘যাদের অভিবাসনের বৈধ কাগজপত্র নেই, তাঁরা সরকারের কোনো সহযোগিতাই পাচ্ছেন না। তেমন কয়েক শ প্রবাসীকে গত রমজানে খাদ্যসামগ্রী দিয়েছি। ঈদের আগে নতুন পোশাক দিয়েছি। অনেকেই নানা কারণে এখানে উপস্থিত হতে পারেননি। তাঁদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। চেক পাঠিয়ে দেওয়া হবে সবার কাছে। করোনায় মারা গেছেন যারা, তাঁদের পরিবার ছাড়াও কেউ যদি বাসা ভাড়া দিতে অসমর্থ হন এবং খাদ্য সহায়তা চান তাঁদের এই ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতা করা হবে।’
আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বাংলাদেশ সোসাইটি বোর্ড অব ট্রাস্টির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন, কমিউনিটি নেতা মোহাম্মদ এন মজুমদার, মাজেদা এ উদ্দিন, ব্রুকলিন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোহরাওয়ার্দী।