বাংলা ট্যুর ঘুরে এল নায়াগ্রা

নায়াগ্রা পৌঁছানোর আগে কর্নিং গ্লাস মিউজিয়ামে যাত্রা বিরতি করে পর্যটক দলটি
নায়াগ্রা পৌঁছানোর আগে কর্নিং গ্লাস মিউজিয়ামে যাত্রা বিরতি করে পর্যটক দলটি

করোনা মহামারিতে অন্য সবকিছুর মতো টুরিজম সেক্টরেও নেমেছিল স্থবিরতা। তবে এখন ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে আসছে। এরই ধারাবাহিকতায় নিউইয়র্কে বাংলাদেশি পরিচালিত টুরিজম প্রতিষ্ঠান বাংলা ট্যুর এ বছর প্রথমবারের মতো চালু করল নায়াগ্রা ট্যুর।
৮ আগস্ট ভোর পাঁচটায় ব্রঙ্কসের পার্কচেস্টার থেকে বাংলা ট্যুর একটি পর্যটক দল নিয়ে নায়াগ্রা রওনা দেয়। পথে যাত্রা বিরতি করে বিখ্যাত কর্নিং গ্লাস মিউজিয়ামে। নায়াগ্রা পৌঁছে দলটি মেড অব দ্য মিস্ট জাহাজে চড়ে নায়াগ্রার তলদেশ পরিদর্শন করে।
এ ছাড়া দলটি গোট আইল্যান্ড, কেভ অব দি ওয়াইন্ড পরিদর্শন ছাড়াও সন্ধ্যায় নায়াগ্রা ফলসে আলোক প্রক্ষেপণ উপভোগ করে। পরদিন সন্ধ্যায় দলটি নিউইয়র্ক ফিরে আসে। বরাবরের মতোই এবারও দল পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান। আগামী ২৫ আগস্ট বাংলা ট্যুর আবারও একটি দল নিয়ে নায়াগ্রা ভ্রমণে যাবে। আগ্রহীদের ৩৪৭ ২৮০ ৭২৬৯ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।