মিশিগানে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি দেয়নি এফডিএ

করোনায় সংক্রমিত রোগীদের চিকিৎসায় মিশিগানে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি দেয়নি এফডিএ। ছবি: রয়টার্স
করোনায় সংক্রমিত রোগীদের চিকিৎসায় মিশিগানে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি দেয়নি এফডিএ। ছবি: রয়টার্স

করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি চেয়েছিল আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে ডেট্রয়েটভিত্তিক হেনরি ফোর্ড হেলথ সিস্টেম। তবে গত ৬ জুলাই সেই আবেদন প্রত্যাখ্যান করেছে ফেডারেল ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

হেনরি ফোর্ডের এক গবেষণায় দেখানো হয়, বিতর্কিত ওষুধটি কোভিড-১৯ রোগীদের মৃত্যুর হার হ্রাস করতে কার্যকর ছিল।

কিন্তু এফডিএ জানিয়েছে, করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন কোনো কাজে আসে না। এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া অনেক বেশি ভয়াবহ।

আমেরিকার সংক্রামক রোগবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসিসহ অন্য বিজ্ঞানীরা এই গবেষণা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

১৩ আগস্ট এক বিবৃতিতে হেনরি ফোর্ড স্বাস্থ্য ব্যবস্থার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও চিফ ক্লিনিক্যাল অফিসার আদনান মুনকারাহ বলেন, ‘আমরা রেমডেসিভির ও প্লাজমা চিকিৎসাপদ্ধতি ব্যবহার করে যাব। পাশাপাশি কোভিড-১৯–এর বিরুদ্ধে একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন তৈরির লক্ষ্যে অগ্রযাত্রার দিকে মনোনিবেশ করে যাব। মিশিগানের মর্ডানা এমআরএনএ-১২৭৩ করোনাভাইরাসের ভ্যাকসিনের তৃতীয় ধাপে স্বেচ্ছাসেবকদের তালিকাভুক্তি এবং এর প্রতিশ্রুতি মূল্যায়ন করছি। আমরা বিশ্বাস করি, এই ভাইরাস থেকে মানুষকে রক্ষা করার জন্য একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিনই সর্বোত্তম উপায়।’