ডায়াবেটিস আক্রান্তদের কোলন ক্যানসারের ঝুঁকি বেশি

ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তিদের কোলন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। সম্প্রতি দ্য আমেরিকান জার্নাল অব গ্যাস্ট্রোএন্টারোলজিতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে এই ঝুঁকির কারণ ও এমতাবস্থায় করণীয় বিষয়ে এখনো স্পষ্টভাবে জানা সম্ভব হয়নি।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক হিরোকি জুহারা ১৪টি আন্তর্জাতিক গবেষণার ফলাফল বিশ্লেষণ করে দেখেছেন, ডায়াবেটিস নেই এমন ব্যক্তিদের তুলনায় ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ৩৮ শতাংশেরও অধিক ব্যক্তির কোলন ক্যানসার ধরা পড়েছে। একই সঙ্গে ওই ব্যক্তিদের মধ্যে ২০ শতাংশের রেকটাল ক্যানসারেও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। জুহারা ও তাঁর সহকর্মীরা বলেন, ‘গবেষণার এই তথ্য নির্দেশ করে কোলন ও রেকটাল ক্যানসারের ঝুঁকির একটি কারণ ডায়াবেটিস। তবে ডায়াবেটিস সরাসরি কোলন ক্যানসারের জন্য দায়ী, এই তথ্য সেটা প্রমাণ করে না।’ পর্যবেক্ষণমূলক এ গবেষণায় অংশগ্রহণকারীদের বয়স, স্থূলতা ও ধূমপানের মতো বিষয়গুলোকে বিবেচনায় নেওয়া হয়েছে।হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের এডওয়ার্ড গিওভেনুছি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ডায়াবেটিসের মতো জটিল রোগ সম্পর্কে কার্যকরণ ধারণা করা সত্যিই কঠিন। ডায়াবেটিসের কিছু বিষয় কোলন ক্যানসারের সহায়ক ভূমিকা পালন করতে পারে, কিন্তু কী ধরনের ভূমিকা রাখে সেটা নিশ্চিত নয়।’